সঞ্চয়ন মিত্র,কলকাতা: কলকাতায় পেট্রোলের দাম সাড়ে একানব্বইয়ের কাছাকাছি। ডিজেলের দাম পেরলো ৮৪ টাকা। প্রতিবাদে আগামিকাল, শনিবার থেকে কলকাতা ও জেলায় পথে নামছে তৃণমূল। সোমবার, প্রধানমন্ত্রীর সফরের দিন লাগাতার কর্মসূচি রয়েছে রাজ্যের শাসক দলের। পাল্টা আক্রমণ করেছে বিজেপি।


সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি!তার আগে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল! পকেটে জ্বালা ধরাচ্ছে জ্বালানির দাম! টানা ১১ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। মধ্যবিত্তের আয় না বাড়লেও, দিনের পর দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম!!


শুক্রবার ৩০ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১টাকা ৪১ পয়সা। আর, ৩৩ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৯ পয়সা। ভোটের আগে, রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছে তৃণমূল। শনিবার যাদবপুর থানা থেকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।


রবিবার মিছিল হবে ঠাকুরপুকুর থ্রি A বাসস্ট্যান্ড থেকে বেহালার ১৪ নম্বর বাসস্ট্যন্ড পর্যন্ত। এই দিন উত্তর কলকাতাতেও মিছিল করা হবে। সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। LPG-র মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গ জননীর কর্মীরা। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের আলাদা কর্মসূচি রয়েছে।


পরিসংখ্যান বলছে, ২০০৮ সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল। তখন তেলের দর ছিল ব্যারেল পিছু ছিল ১৪৫ ডলার। আর এখন বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৬২ ডলার! অথচ দাম আগের চেয়ে অনেক বেশি। 


গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা। এই পেক্ষাপটে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আজব দাবি করেছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি! সাংসদ ও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানান, ‘‘গত ১০ বছরে তেলের দাম এমনকিছু বাড়েনি, বাংলার মানুষকে ভাল রাখতে হবে এটা তৃণমূলকে বলতে হবে ৷’’


পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এদিন শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা হয়। একটি বাইকেও আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা!