পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুত্ পর্ষদের ৩ কর্মীকে শোকজ বিদ্যুত্ দফতরের। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে ছিঁড়ল বিদ্যুতের তার, এ ব্যাপারে ৩ কর্মীর জবাব তলব করা হয়েছে। আজকের মধ্যে রাজ্য বিদ্যুত্ পর্ষদের ওই ৩ কর্মীর জবাব দিতে বলা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগ বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কিন্তু ভাবেননি, নিজের জীবনে নেমে আসবে এই দুর্যোগ। বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের ২২ বিঘার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মানিক বারুই নামের এই ব্যক্তি।
পরিবার সূত্রে খবর, তিনি পেশায় ড্রাইভার। গাড়ি নিয়ে গেছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কাজ শেষ হতেই, ফিরছিলেন বাড়ি। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন, শিগগির ফিরছেন... কিন্তু তা আর হল না। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বছর ছত্রিশের বাইকচালকের উপর। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের স্ত্রী অপর্ণা বারুই গতকাল বলেছিলেন, ত্রাণের কাজে গিয়েছিল। আমায় ফোন করল, বলল.. এক্ষুণি আসছে।
মানিক বারুই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। ৮ বছরের আগে পথ দুর্ঘটনায় তাঁর মা ও বোনের মৃত্যু হয়। এবার তিনিও চলে গেলেন। রেখে গেলেন, বাবা, স্ত্রী ও ৫ বছরের শিশুকন্যাকে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে বাবা।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মানিক বারুইয়ের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, রাজ্য বিদ্যুত্ পর্ষদের ৩ কর্মীকে শোকজ করেছে বিদ্যুত্ দফতর। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে বিদ্যুতের তার ছিঁড়ল, ৩ কর্মীর কাছে জবাব তলব করেছে রাজ্য বিদ্যুত্ পর্ষদ। গাফিলতি প্রমাণে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। শনিবার সকালে দেখা যায়, দুর্ঘটনাস্থলে কাজ করছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
অন্যদিকে, শুক্রবার বিকেলে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজয় মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর করেন এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, বিশেষ টিম তৈরি করে, অভিযোগ খতিয়ে দেখছে সিইএসসি।