সৌভিক মজুমদার, কলকাতা: আরজি কর-এর (R G Kar Medical College and Hospital) আন্দোলনে কারা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের (December) মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authority) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।
আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনকারীদের (Agitator) উদ্দেশে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্যকারীদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল আদালত। অধ্যক্ষের (Principal) পদত্যাগ সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সেপ্টেম্বর থেকে অনশন-আন্দোলন শুরু করেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের একাংশ। এই আন্দোলন নিয়ে, গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
সেই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ হাসপাতাল কর্তপক্ষকে নির্দেশ দেয়, আরজি কর হাসপাতালে আন্দোলনে যে বা যাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন, নির্দিষ্টভাবে তাঁদের নাম জানাতে হবে। যাতে নির্দেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায়। সেখানকার বর্তমান পরিস্থিতি জানিয়ে ২১ ডিসেম্বরের মধ্যে নাম জানাতে হবে হাসপাতাল কর্তপক্ষকে।
এর আগে গত ১৫ নভেম্বর আদালত নির্দেশ দেয়, রোগী পরিষেবা ব্যাহত না করে, শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। আদালতের নির্দেশ অমান্য করলে, ফল ভুগতে হবে আন্দোলনকারীদের। রোগীদের স্বার্থ যেন কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, একথা ভবিষ্যতের চিকিৎসকদের মনে রাখতে হবে। এরপর আমরণ অনশন প্রত্যাহার করা হলেও, থেমে নেই আন্দোলন। এই প্রেক্ষিতেই কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।
এদিকে এবার এসএসসির (SSC) গ্রুপ-সি (Group-C) নিয়োগেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ-সিতে (Group-C) ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরলেন বিচারপতি। ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) একজনের বেতন বন্ধের নির্দেশ। এর পাশাপাশি ৪০০ জনের চাকরি সংক্রান্ত নথি (Documents) জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। এদিন হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীকে তথ্য পেশ করতে হবে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও (West Bengal Board of Secondary Education) মামলায় যুক্ত করতে বলল আদালত।
আরও পড়ুন: Kolkata News: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল