সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা:  মন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। 


বোমায় আহত মন্ত্রী জাকির হোসেনকে আজ ভোরে নিয়ে আসা হয়েছে এসএসকেএমে। আনা হয়েছে তাঁর দেহরক্ষীকেও। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাত। একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে বাঁ পায়ে।


সূত্রের খবর, জাকির হোসেনের গোড়ালির হাড় ভেঙেছে, হাড় ভেঙেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা, উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। এছাড়া, তাঁর হাতের বুড়ো আঙুল মারাত্মক রকম জখম, খবর সূত্রের। 


মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সকাল ১০টা নাগাদ অস্ত্রোপচার শুরু হবে।  খবর হাসপাতাল সূত্রে। 


আজ ভোরে মন্ত্রীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়। সঙ্গে আনা হয়েছে তাঁর দেহরক্ষীকেও। বোমায় আহত আরও ১০ জনকেও এসএসকেএমে আনা হচ্ছে। আরও ১০ জনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদেই। 


গতকাল কলকাতায় ফেরার ট্রেন ধরার সময়, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।