কলকাতা: রাতের শহরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। স্কুটারে লরির ধাক্কা। জিঞ্জিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১ স্কুটার আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য এক আরোহীকে।
জানা গেছে, স্কুটারে করে দুই যুবক যাচ্ছিলেন। সেই সময়ই একটি লরি তাঁদের স্কুটারে ধাক্কা মারে। জিঞ্জিরাবাজারে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ২ যুবক উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
রক্তাক্ত অবস্থায় ২ যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে একজনের মৃত্যু হয়। এসএসকেএমে ভর্তি আর এক স্কুটার আরোহী। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত যুবকের বাড়ি বেহালার জ্যোতিষ রায় রোডে বলে জানা গেছে।
ওই দুই যুবক গার্ডেনরিচ থেকে তারাতলা যাচ্ছিলেন। ওই সময়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল।
শনিবারই পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানা এলাকায় বেপোরোয়া বিএমডব্লু-র ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের।ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে বিএমডব্লু-র ৪ আরোহীকে।
একের পর এক ধাক্কা মারে ওই গাড়িটি। প্রথমে মোটরবাইক আরোহীকে, তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়িতে এবং শেষমেশ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। জাতীয় সড়কে এভাবেই বেপরোয়া গতির বলি হন এক যুবক। প্রাণ দিয়ে বিএমডব্লু-র বেপোরোয়া গতির মাসুল গুণতে হল ওই যুবককে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে, ২ নম্বর জাতীয় সড়কের ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী লেনে প্রবল গতিতে আসছিল একটি বিএমডব্লু। মোটরবাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
ঘটনায় আহত হন বিএমডব্লুর চালক সহ ৪ জন আরোহী।পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে, আটক করা হয়েছে ৪ জনকেই। পশ্চিম বর্ধমানের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে কলকাতার একের পর এক হিট অ্যান্ড রান কাণ্ড। মে মাসের ৭ তারিখে কসবার রাজডাঙা মেন রোডে এক পথচারীকে পিষে দেয় বেপোরোয়া বিএমডব্লু। ধাক্কা মেরে ভেঙে দেওয়া হয় এক পুলিশকর্মীর হাত।
২০১৬ সালের ১৩ জানুয়ারি নিরাপত্তায় মোড়া রেডরোডে, পুলিশের চোখের সামনে জওয়ানকে পিষে, উধাও হয়ে যায় বিএমডব্লু।এবার বিলাসবহুল গাড়ির হিট অ্যান্ড রান কেস আসানসোলের কুলটিতে। ঘটনার প্রতিবাদে শনিবার আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বাসিন্দারা।