কলকাতা: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিতের বিরুদ্ধে আরও মামলা। আরও ২টি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ। ২০২৩, ২০২৪-২টি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ।
আরও পড়ুন, 'শমীকের আবেদনে সাড়া..', ফের বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, অগাস্টেই আসছেন বাংলায়?
' এতদিন কী করছিলেন?'
'মনোজিতের বিরুদ্ধে ১২টি মামলা, তদন্তে সক্রিয়তা দেখানো উচিত ছিল', কসবা কাণ্ডের শুনানিতে মানলেন বিশেষ সরকারি আইনজীবী। '২০২৩ সালের মামলা, এতদিন কী করছিলেন? সেই সময়েই তো ব্যবস্থা নিতে হত, বললেন বিচারক। দ্রুত চার্জশিট দিয়ে কাস্টডিয়াল ট্রায়াল করতে চাই, বললেন সরকারি আইনজীবী।
২৫ জুন আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে
কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডের পর গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের এবং দোষীদের উপযুক্ত শাস্তির পক্ষে সওয়াল করেন রাজ্যপাল ও আচার্য সি ভি আনন্দ বোস। ২৫ জুন সাউথ ক্যালকাটা ল' কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও ২ পড়ুয়ার বিরুদ্ধে।
'এই ঘটনায় চুপ থাকার মানে হল, দোষীদের মুখ বুজে সহ্য করা..'
শিক্ষাঙ্গনের এই কুৎসিত ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় চুপ থাকার মানে হল, দোষীদের মুখ বুজে সহ্য করা। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য় সৃষ্টিকারী সর্বগ্রাসী শক্তিকে থামাতে গোটা সমাজকে রুখে দাঁড়াতে হবে।কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কসবার আইন কলেজে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শিক্ষাঙ্গনের সামগ্রিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আচার্য, একথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও জোর দিতে বলেছেন রাজ্যপাল
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত যে সমস্ত কলেজ রয়েছে, সেখানকার নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও জোর দিতে বলেছেন রাজ্যপাল।কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের আগেই 'অত্যন্ত প্রভাবশালী' বলে দাবি করেছিল পুলিশ।এই প্রসঙ্গে রাজভবনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে,যতই প্রভাবশালী হোক বা ওপরমহলের সঙ্গে যোগাযোগ থাকুক না কেন, কাউকে শিক্ষা প্রতিষ্ঠানে কায়েমী শক্তি প্রতিষ্ঠা করা বা হিংসাত্মক পরিবেশ তৈরি করতে দেওয়া উচিত নয়। কোনওভাবেই কলেজ কর্তৃপক্ষকে কোনও বহিরাগত শক্তি যাতে প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারেও নজর দিতে হবে। সাউথ ক্যালকাটা ল' কলেজের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সামনে আসতে থাকে মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী মনোজিতের মৌরসিপাট্টার কথা।