সৌমিত্র রায়, কলকাতা: তিনি চলে গিয়েছেন, ৩ মাস হল। কিন্তু, বাংলা নাট্য জগতে তাঁর উপস্থিতি চিরকালীন। রবিবার, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে গানে, স্মৃতিতে স্মরণ করা হল অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে। তিনি সত্যজিত্‍ রায়ের বিমলা। তিনি থিয়েটার সম্রাজ্ঞী। বেলাশেষে সিনেমায় তিনিই শিখিয়েছিলেন ভালোবাসার অভ্যেসগুলো। সেই স্বাতীলেখা সেনগুপ্তকে স্মরণ। রবিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ছিল তাঁর স্মরণসভা। এদিন অ্যাকাডেমি সেজেছিল শুধুই স্বাতীলেখায়।  


তাঁর ছবির কোলাজে, তাঁর কাট আউটে। গত ৬ জুন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের। এদিন স্মরণ অনুষ্ঠান শুরু হয় অভিনেত্রীর গাওয়া গান দিয়ে। নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় সম্বৃদ্ধ করেছে বাংলার শিল্পকলাকে। রবিবার অ্যাকাডেমিতে স্মৃতিচারণায়, যেন জীবন্ত হয়ে ওঠে স্বাতীলেখার সেই সব মুহূর্ত। 


স্বাতীলেখার মেয়ে ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্তর কথায়, 'আমার সঙ্গে মায়ের সম্পর্ক নয়। মা আমার মেয়ে ছিল। মেয়ে যেমন করে, মা তেমনটাই করে। কোথায় গেলে বলত ওই খাবারটা নিয়ে আসবি। মা আমার সবথেকে বড় সমালোচক। মাকে ঘিরে আমার সারাটা দিন থাকত। ভাবতাম, কীভাবে কাটাবো। এটাই তো জীবন। জীবন শেখায় অনেক কিছু। সবাই এসেছে, এটাই যেন গিফট। মায়ের ছবিতে ফুল দিইনি। 



নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার জানালেন, সহজ শিক্ষক, প্রাণবন্ত। হাতে ধরে কাজ শেখাতেন। আমার যখন সন্তান নয়, উনি নার্সিং হোমে চলে যান। প্রাথমিক দায়িত্ব পালন করেন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমা ও নাট্য জগতের শিল্পীরা।


অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর কথায়, বেলাশেষের কোলাহল, কবিতায় স্বাতীলেখার সঙ্গে অভিনয়। সোহিনীর পরিচালনায়। প্রথমদিন যান, তখন স্বাতীলেখা বলে, অনেক বড় অভিনেতা। কত সিনেমায় করেছ। চলোতো দেখি, মঞ্চে কেমন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।


চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, ধর্মযুদ্ধ সিনেমায় অভিনয় করেন। রাত অবধি শ্যুটিং করেন। সিনেমা রিলিজ করেনি এখনও করোনার জন্য। স্বাতীলেখার গলায় কিছু নয়েজ আসায়, স্বাতীলেখার গলা মেয়েকে দিয়ে ডাবিং করা হয়। স্বাতীলেখা বলেন, আমার গলাটা খুব সুন্দর লাগছে। বুঝতে পারেননি মেয়ে করেছে। 


সাতের দশকের শেষদিকে নাট্যদল নান্দীকারে যোগ দেন স্বাতীলেখা। সত্যজিত রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’-তে বিমলার চরিত্রে তাঁর অভিনয় ভোলার নয়। পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনী, অযত্নবাস, পাতা ঝরে যায়-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। বেলাশেষে-ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটি বাঙালির আবেগকে ছুঁয়ে যায়। 'বেলাশুরু' ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। কিন্তু সেই ছবি মুক্তির আগে  না ফেরার দেশে চলে গেলেন নায়ক-নায়িকা।