হিন্দোল দে, কলকাতা: বেহালার রায়বাহাদুর রোডে মত্ত অবস্থায় একাকী পশুপ্রেমী (Animal Lover Harassed) মহিলার বাড়িতে ঢুকে তাণ্ডবের অভিযোগ। পশুপ্রেমী ওই মহিলাকে উত্যক্ত এবং হেনস্থা করা হয় বলেও অভিযোগ সামনে এসেছে। মহিলার বাড়ি থেকে আটক করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশী যুবককে। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার বেহালার রায়বাহাদুর রোড এলাকায় (Kolkata News) এই ঘটনা ঘটে। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বছর ৩৫-এর ওই মহিলার দাবি, এ দিন ভোর রাতে প্রতিবেশী এক যুবক তাঁর নাম ধরে ডাকাডাকি শুরু করেন। একটি কুকুরের আঘাত লেগেছে বলে তাঁকে বাড়ির বাইরেও আসতে বলেন তিনি। কিন্তু সন্দেহ হওয়ায় ঘর থেকে বের হননি ওই মহিলা।
অভিযোগ, এর পরই পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করেন ওই যুবক। তাঁর ঘরের দরজায় লাথিও মারা হয় বলে দাবি করেছেন অভিযোগকারিণী। তিনি বলেন, "খুব ভয় পেয়ে যাই। বেহালা থানায় ফোন করি। কিন্তু কেউ ফোন ধরেনি। তারপর ১০০ ডায়ালে ফোন করি। তখন পুলিশ আসে।"
আরও পড়ুন: Anish Khan Murder Case: সিবিআই তদন্তের দাবিতেই অনড়, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন আনিসের বাবা
এর পর পুলিশ এসে অভিযোগকারিণীর বাড়ির দোতলা থেকে আটক করে অভিযুক্ত ওই প্রতিবেশী যুবককে। পুলিশের দাবি, মহিলার বাড়ির CCTV ক্যামেরার ফুটেজেও ওই যুবকের ছবি মিলেছে। তবে থানার তরফে ফোন না ধরার অভিযোগ মানতে নারাজ পুলিশ।
আটক করার সময় অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন তদন্তকারীরা। শুধু পশুপ্রেমী বলেই নাতি অন্য কোনও কারণ, অভিযুক্ত ঠিক কী উদ্দেশ্য নিয়ে মহিলার বাড়িতে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। পাঁচিল টপকে কারও বাড়িতে ঢুকে হুজ্জতি করার সাহস কী করে পেলেন অভিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।