কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনা (Corona) আবহে ২৮ দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা (Kolkata International Book Fair)। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বইমেলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পর জানিয়ে দিল গিল্ড। ক’দিন চলবে বইমেলা? কাল গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত।
সোমবার নবান্নের সঙ্গে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একটি বৈঠক হয়। সেখানেই কলকাতা ও রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঠিক করা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হবে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। গত কয়েকবারের মতোই এবারেও সল্টলেকের সেন্ট্রাল পার্কেই আয়োজিত হবে বইমেলা। আগের অনুষ্ঠানসূচি বজায় রেখে আগামী ২৮ ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বইমেলার উদ্বোধন করবেন।
সাধারণত ১৩ থেকে ১৪ দিন ধরে চলে বইমেলা। উদ্বোধন ২৮ দিন পিছিয়ে গেলেও বইমেলা ঠিক ক'দিন হবে, সেটা এখনও নিশ্চিত হইনি। জানা যাচ্ছে, আগামীকাল গিল্ডের পক্ষে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে যে চলতি বছরের বইমেলা কতদিন ধরে চলবে।
দিন দুয়েক আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধের নির্দেশিকায় ছাড় দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, খোলা মাঠে মেলা আয়োজনে কোনও বাধা নেই। গঙ্গাসাগর মেলা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে যদিও প্রশ্ন উঠেছিল কলকাতা বইমেলা হওয়া ঘিরে। যদিও রাজ্য সরকারের ছাড়ের জেরে কিছুটা আশার আলো সঞ্চার হয়েছিল কলকাতা ও বিভিন্ন জেলার বইমেলা ঘিরে। এই অবস্থাতেই বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে আলোচনার মাধ্যমে স্থির করা হয়েছে, ২৮ দিন পিছিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে আয়োজিত হবে এবারের কলকাতা বইমেলা।
বছরের শুরুতে করোনা (Corona) সংক্রমণের সুনামির রেশ পিছনে ফেলে ক্রমশ কমতে শুরু করেছে মহানগরের কোভিড গ্রাফ।
আরও পড়ুন- কলকাতায় টিকা না নেওয়া লোকেদের খোঁজ, কনটেনমেন্ট জোন বেড়ে ৩৩, জানালেন ফিরহাদ হাকিম