ঝিলম করঞ্জাই, কলকাতা: বছর ঘুরলেও মেলেনি শিশুর বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। অভিযোগ আরজিকর হাসপাতালের (RG Kar Hospital) বিরুদ্ধে। হয়রানির অভিযোগে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ (Protest At Hospital)।


কারও বয়স দেড়, কেউ আবার ২। অভিযোগ, জন্মের পর বছর ঘুরলেও মেলেনি শংসাপত্র। অভিভাবকদের অভিযোগ, আজ-কাল-পরশু করে রোজ ঘোরাচ্ছে হাসপাতাল। দূরদূরান্ত থেকে এসে দীর্ঘক্ষণ অপেক্ষাই সার! মিলছে না বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। 


প্রতিবাদে বুধবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসাও বেধে যায়। কেউ এসেছেন বসিরহাট, কেউ দমদম, কেউ আবার শ্যামবাজারের (Shymbazar) বাসিন্দা। সকলেরই একই অভিযোগ। 


এক অভিযোগকারী অভিভাবক জানাচ্ছেন, বসিরহাট থেকে এসেছি, একবছরের ওপর হয়ে গেছে, বারবার আসছি, বারবার এসে ফেরত যেতে হচ্ছে, আজ এসেছিলাম, ৮ থেকে ১১টা ডকুমেন্ট জমা নেবে বলছে। 



দমদমের আরও এক বাসিন্দা জানাচ্ছেন, বাচ্চার দেড় বছর বয়স হয়ে গেল, তবু বার্থ সার্টিফিকেট পেলাম না। অভিভাবকদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


হাসপাতাল সূত্রে খবর, নিয়ম অনুযায়ী, জন্মের পর হাসপাতাল থেকে ছুটির সময় শংসাপত্র দেওয়ার কথা কিন্তু, ২০১৯ সাল থেকে বকেয়া প্রায় ৫০ হাজার শংসাপত্র দেওয়া। ১ নভেম্বরের থেকে পুরনো নিয়মেই হাসপাতাল থেকে মা ও সন্তানের ছুটির সময় শংসাপত্র দেওয়া হচ্ছে। 



আরজি কর হাসপাতালের ডেপুটি সুপার  ত্রিদিব মুস্তাফি জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাঁরা আবেদন জমা দিচ্ছে, আধার ও ডিসচার্জ সার্টিফিকেট দিচ্ছে, সেদিনই দেওয়ার চেষ্টা করছিল, পরের দিন ফোন করা হচ্ছে, নভেম্বরের ১ তারিখ থেকে দেওয়া হচ্ছে জন্মের পরই।


হাসপাতাল সূত্রে খবর, সমস্যা সমাধানের জন্য শংসাপত্র দিতে প্রয়োজনীয় নথি নেওয়া হচ্ছে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত।