পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিমতলা ঘাট স্ট্রিটের পর এবার গার্ডেনরিচ। গার্ডেনরিচের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে এদিন সকালে। এই আগুন নেভাতে এখনও লড়াই চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন। বন্ধ হয়েছে তারাতলা রোড। গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ সূত্রে খবর, ওই গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়েছে। 


গতকালের পর আজ ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল ১০টা নাগাদ গার্ডেনরিচে ময়লা ডিপোর কাছে একটি গুদামে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এখনও আরও ১০টি ইঞ্জিন পৌঁছেছে। মোট ২০টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 


বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গুদাম। ভয়ঙ্কর আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে খাদ্যদ্রব্য সহ একাধিক পণ্য, এমনটাই খবর। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে ফলে দমকল কর্মীদের সেখানে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে বলেই জানান হয়েছে। 


অন্যদিকে, এদিন হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ধারে ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। সেইসময় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কোনওক্রমে তাঁরা বেরিয়ে আসেন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ধারে ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে সকাল সাড়ে ৯টা নাগাদ। সেইসময় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কোনওক্রমে তাঁরা বেরিয়ে আসেন। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।