কলকাতা : বিশ্বজুড়ে ক্রমশ শঙ্কা বাড়াচ্ছে ওমিক্রন (Omicron) আতঙ্ক। এর মাঝেই খারাপ খবর খোদ কলকাতায় (Kolkata)। করোনা (Corona) আক্রান্ত হয়েছেন গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের (Gokhale Memorial Girls College) এক ছাত্রী। জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আর যার জেরে আরও একাধিক ছাত্রীর কোভিড সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। আর যে খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতির জেরে বাধ্য হয়ে একাধিক বিভাগের ছাত্রীকে কলেজে আসতে মানা করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত আগামী এক সপ্তাহ বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। 


এমনিতেই করোনা আতঙ্কের জেরে দীর্ঘ বছর দুই বন্ধ রাখতে হয়েছিল শিক্ষাঙ্গন। বেশিরভাগ স্কুল-কলেজেই চলছিল অনলাইনে পড়াশোনা। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা স্থিমিত হওয়ার পর পরিস্থিতি দেখে গত ১৬ নভেম্বর থেকে রাজ্যজুড়ে ফের স্কুল-কলেজ প্রাঙ্গন খুলেছে। বিভিন্ন কোভিড নিয়মনীতি মেনে শুরু হয়েছে ক্লাস। যদিও রাজ্যে কলেজ খোলার একমাস সময় পেরোনোর আগেই শিক্ষাঙ্গনে হানা দিল করোনা। আর এই পরিস্থিতিতে সবথেকে চিন্তার বিষয়, করোনা আক্রান্তের থেকে ঠিক কতজন আরও আক্রান্ত হয়েছেন সেই সংখ্যা ঘিরে। পাশাপাশি শিক্ষাঙ্গনে কোনও পড়ুয়া করোনা আক্রান্ত হলে তাদের থেকে আরও অনেকের সংক্রমিত হওয়ার আশঙ্কাও ফের একবার মাথাব্যথার কারণ হয়ে উঠল। 


এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। দৈনিক মৃত্যুতে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আর দৈনিক সংক্রমণে কলকাতা। গত একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৯২ জন। ২ জনের মৃত্যু। এই সময়পর্বে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৩৭ জন। মৃত্যু ৪ জনের।


আরও পড়ুন- চিন্তা বাড়ছে দেশে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতি যাত্রীরা আক্রান্ত ভিন্ন ভাইরাসে