ব্রতদীপ ভট্টাচার্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: উল্টোডাঙায় (Ultadanga) অ্যাপ ক্যাবে (App-Cab) অস্বাভাবিক মৃত্যু হল মহিলার। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে, হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Kolkata Police)। ধর্মতলা যাবেন বলে গাড়িতে উঠেছিলেন। কিন্তু মাঝপথেই থেমে গেল জীবন! কলকাতার বুকে অ্যাপ ক্যাবে (App-Cab) অস্বভাবিক মৃত্যু (Mysterious Death) হল মহিলা যাত্রীর। মৃত স্বাতী দাস, বিমা সংস্থার কর্মী ছিলেন।


শুক্রবার সকালে নাগেরবাজারের (Nagerbazar) বাড়ি থেকে ক্যাবে উঠেছিলেন মহিলা। চালকের দাবি, উল্টোডাঙার (Ultadanga) কাছে আসতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান ক্যাব চালক। সঙ্গে সঙ্গে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে ৫৫ বছরের স্বাতী দাসকে মৃত ঘোষণা করা হয়। 


উল্লেখ্য, আজ হুগলির ভদ্রেশ্বরে যুবকের রহস্যমৃত্যু। বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুকুর থেকে উদ্ধার হল যুবকের গলাকাটা মৃতদেহ। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু, তার পিছনে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ।


এদিনই বাড়ি ফেরার পথে গাছে ধাক্কা লেগে বাইকের ভয়াবহ দুর্ঘটনা ঘটে (Bike Accident)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের (3 youth dead)। মৃত তিনজনই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার চক কাছারিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই পেশায় দর্জি। 


গতকাল জুমাই নস্কর হাট থেকে সুতো কিনে বাইকে চড়ে ফিরছিলেন ওই তিন বাইক আরোহী। রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয় (Spot Dead)। কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ সূত্রে খবর।



কিছুদিন আগেই নাগেরবাজার উড়ালপুল (Nagerbazar Flyover) থেকে গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু হয়েছে বাইক আরোহী মহিলার (Bike Rider Death)। ঘটনার পর তত্‍পর হয়েছে পুলিশ (Kolkata Police)। পরদিন সকাল থেকে নাগেরবাজার উড়ালপুলে (Nagerbazar flyover) গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। সেইসঙ্গে উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, তার কাগজপত্রও পরীক্ষা করা হয়। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলা! তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।