অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : করোনা আবহের মধ্যেই আজ, ১৬ জুলাই, কলকাতায় যাত্রী সাধারণের জন্য চালু হল মেট্রো পরিষেবা। কিন্তু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য টোকেন ব্যবস্থা বন্ধ রেখে চালু রাখা হয়েছিল শুধুমাত্র স্মার্টকার্ড।
কলকাতা মেট্রোয় আবার ফিরছে টোকেন ব্যবস্থা।
টোকেন ব্যবহার শুরু হওয়ার জেরে যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভিড়ের চাপ সামলাতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। জানিয়েছেন মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ।
বৃহস্পতিবার থেকে চালু হল টোকেন। কোভিড পরিস্থিতিতে গত বছর ২৩ মার্চ বন্ধ হয়ে যায় মেট্রো। ওই বছরই ১৪ সেপ্টেম্বর ফের চালু হয় পরিষেবা। কিন্তু তখন শুধু স্মার্ট কার্ড ও QR কোডের সাহায্যে মেট্রোয় ওঠা যেত। বন্ধ ছিল টোকেন। পরে QR কোড ব্যবস্থা তুলে দেওয়া হয়। চালু থাকে শুধু স্মার্ট কার্ড।
চলতি বছরে মেট্রো পরিষেবা চালু করার পরও, এতদিন সেই নিয়মই মেনে চলা হচ্ছিল। তবে সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে ফের টোকেন ব্যবস্থা চালু হবে। পাশাপাশি, চালু থাকবে স্মার্ট কার্ডও। কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ।
কিন্তু কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল টোকেন। কারণ, তা হাতে হাতে ঘোরে। তাহলে কেন এখন মেট্রোয় ফিরছে টোকেন ব্যবহার? মেট্রো রেল সূত্রে খবর, স্মার্ট কার্ড ব্যবহারে যাত্রীদের অনীহার বিষয়টি সামনে এসেছে। যে পরিমাণ স্মার্ট কার্ড দৈনিক বিক্রি হচ্ছিল, তার অর্ধেকের বেশি মেট্রো কাউন্টারে ফেরত চলে আসছিল। অনেকেই স্মার্ট কার্ড কেটে একটি, দু’টি রাইডের পর তা ফেরত দিচ্ছিলেন।
এই সমস্যায় পড়ে ফের টোকেন চালু করছে মেট্রো। তবে মেট্রো রেল সূত্রে খবর, টোকেন চালু হলেও নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ করা হবে।