অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১৯৮৪ সালের ২৪ অক্টোবর, গোটা দেশের মধ্যে সর্বপ্রথম এই মহানগরীর বুকে যাত্রা শুরু করেছিল মেট্রো রেল। গত ৩৭ বছর ধরে লাগাতার তিলোত্তমার বুক চিরে এঁকেবেঁকে ছুটে চলছে পাতাল রেল, বিরামহীন। শুধুই কি যান্ত্রিক যাত্রা? প্রত্যেকটা পুরনো রেকে মিশে রয়েছে কত ভালবাসা, কত রাগ-দুঃখ-অভিমানের গল্প। রোজ রোজ আরও কত নতুন মুহূর্ত, নতুন সম্পর্কের সাক্ষী থেকেছে মেট্রোর সেই নন এসি রেকগুলো। 


তবে নতুনকে স্বাগত জানাতে পুরাতনকে বিদায় দিতেই হয়। এবার সেই পুরাতনকে বিদায় জানানোর পালা। মেট্রো রেল সূত্রে খবর, সমস্ত পুরনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে। ২০২১ সালেই প্রথাগতভাবে বিদায় নিচ্ছে মেট্রোর সমস্ত নন এসি রেক। 


মেট্রো রেলসূত্রে খবর, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। সেই দিনেই আনুষ্ঠানিকভাবে 'ফেয়ারওয়েল' জানানো হবে কলকাতা মেট্রোর সমস্ত নন এসি রেককে। শহরের ক্রমাগত পরিবর্তন, নাগরিকদের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত।


১৯৮৪ থেকে টানা ২৫ বছর ধরে কলকাতার বুকে একাই রাজত্ব করেছে নন এসি রেক। ২০০৯ সালে কলকাতায় প্রথম আসে এসি রেক। ধীরে ধীরে আরও উন্নত করা হয়েছে পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীরাও এসি রেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি এসি রেক আছে। দিনভর চালানোর জন্য সেটাই যথেষ্ট বলে জানা গেছে। ফলে প্রয়োজন ফুরিয়েছে নন এসি রেকের। কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, 'কলকাতা মেট্রোর জন্মদিনের দিন ছোট্ট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।'


পুরনো নন এসি রেককে বিদায় জানালেও, সেগুলিকে স্মৃতির অতলে হারিয়ে যেতে দিতে নারাজ কলকাতা মেট্রো। সূত্রের খবর, হাওড়ায় ইস্টার্ন রেলের মিউজিয়ামে যদি কয়েকটি রেককে জায়গা দেওয়া যায়, সেই নিয়েও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে।