হিন্দোল দে, কলকাতা: মডেলের ফটোশ্যুটের ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়ার অভিযোগে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 


মডেলের অভিযোগ, ফটোশ্যুটের কথা বলে সম্প্রতি তাঁকে সল্টলেকের একটি স্টুডিও-য় নিয়ে যান দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ওই মহিলা ও তাঁর সঙ্গী। 


কিছুদিন পর ফটোশ্যুটের ছবি পর্ন সাইটে ভাইরাল হয়েছে বলে ওই মডেল জানতে পারেন। এরপর তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। 


গতকাল রানাঘাট থেকে অভিযুক্ত মহিলার সঙ্গী ও আজ সকালে দমদম ক্যান্টনমেন্ট থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ। 


সম্প্রতি, অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বেলঘরিয়া থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। 


বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা অভিযোগ করেন, ২০২০ থেকে, ইনস্টাগ্রামে তাঁকে বারবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও তা বন্ধ হচ্ছে না। 


রুজু হয় মামলা। অভিযোগ, তারপর আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্ত। মামলা রুজুর পরেও ইনস্টাগ্রামে অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।  


অবশেষে, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে, অভিনেত্রীকে আপত্তিকর মেসেজ ও ছবি সুপার ইম্পোজ করে আপলোড করার মতো অভিযোগ রয়েছে।


তার আগে, পুলিশ কর্তার মেয়েকে হেনস্থার ঘটনায়, বারাসাত থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ছেলেকে। সল্টলেকের বাসিন্দা, তরুণীর অভিযোগ, অন্য মহিলার ছবির সঙ্গে তাঁর মোবাইল ফোনের নম্বর জুড়ে, সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন প্রাক্তন সহপাঠী অর্কদীপ। 


নম্বর ছড়িয়ে দেওয়ায়, শুরু হয় ফোন আসা। রাতের দিকে আসতে থাকে ভিডিও কলও।  এমনকি ফোন নম্বর ফেসবুকের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 


১২ জুন মামলা দায়ের করে তরুণীর পরিবার। কিন্তু তথ্যপ্রযুক্তি আইনের কোনও ধারা প্রয়োগ না করে, তিনটি জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। 


চলতি মাসের গোড়ায়, সোশাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে ,বলে লালবাজারের দ্বারস্থ হন টেলি সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস।


সাইবার সেলে ই-মেল মারফত অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রী শ্রুতি দাসের অভিযোগ, ২০১৯ থেকে তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় লাগাতার কুরুচিকর মন্তব্য করা হচ্ছে।