কলকাতা: নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হল বাইক আরোহী মহিলা। ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে মৃত্যু হল বাইক আরোহী মহিলার। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। 


এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ  নাগেরবাজার ফ্লাইওভারে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কা মারে বাইককে। প্রচণ্ড ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে যান বাইক আরোহী মহিলা। তাঁর স্বামীও গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  জানা গেছে, হাতপাতালে মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। প্রবল রক্তক্ষরণের জেরে হাসপাতালে চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।


জানা গেছে, ওই মহিলার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকেও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে  তাঁকে  আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে খবর,কেষ্টপুর থেকে বিমানবন্দরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল একটি স্করপিও। বিমানবন্দরের দিক থেকে বাইকে নিজের স্ত্রীকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি।দ্রুত গতিতে আসা স্করপিও, দম্পতির বাইকে ধাক্কা মারে। ফ্লাইভার থেকে নীচ ছিটকে পড়েন, বাইকের পিছনে বসা দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বিউটি বিশ্বাস।তাঁর স্বামী অসীম বিশ্বাস, একাধিক জায়গায় আঘাত পান। স্করপিও ধাক্কায় বাইকের কোনও অংশ আর আস্ত ছিল না।চোখের সামনে মহিলার আর্তনাদ...শিউরে উঠেন এলাকার বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমাদের সামনে প্রচণ্ড একটা আওয়াজ হল। এগিয়ে দেখি এক ভদ্রমহিলা নিচে পড়ে আছেন। মাথায় হেলমেট পরা। আমরা টোটোয় তুলে হাসপাতালে নিয়ে যাই হাঁটু পুরো ভাঙা, জ্ঞান ছিল।


এলাকার বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ভর্তি করেন বাগুইআটির আরএলএস হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাইক আরোহী বিউটি বিশ্বাসের।তাঁর স্বামীর অবস্থার অবনতি হওয়ায়, ভর্তি করা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।দমদম থানার পুলিশ স্করপিও বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয়েছে চালককে।