কলকাতা: মেট্রোর পিলারকে নীল-সাদা করতে চাওয়া নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। মূলত মেট্রো রেলের (Metro Rail) পিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের । আর এরপরেই খোঁচা দিলীপ ঘোষের। তিনি বলেন, 'ভাবছে, এভাবেই নির্বাচন জিতে যাবে তৃণমূল !'
শহরের প্রায় সব সরকারি ভবনের রং নীল-সাদা। ফুটপাতের একাংশ থেকে রেলিংয়েও ফুটে ওঠে এই রং। আর এবার মেট্রো পিলারকেও নীল-সাদা করার ভাবনা। রাজ্যের থিম কালারের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে তাই এই আবেদন পুরসভার। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'চিঠিটা হাতে পাওয়ার পর দেখতে হবে। মেয়রের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়ে থাকে। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।'
চলতি মাসেই শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটের প্রথম পর্যায়ের পরিষেবা। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া হয়ে রুবি যাওয়া যাবে। তবে এখন একটি রেকই চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে একটি মেট্রো মিস করলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাত্রীদের।
আরও দেখুন, নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'
বাজেটে বরাদ্দ বাড়ার পর, এবার শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চলাচল। ফেব্রুয়ারিতে এই রুটে গড়াবে মেট্রোর চাকা। মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন। প্রথম ধাপে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে।