অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বছর শেষে শীতের ধুন্ধুমার ব্যাটিং (Winter)। কলকাতায় (kolkata) পারদ নামল ১১ ডিগ্রিতে। আজ মরসুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন ( Temperature Drops)।

গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শীতের।

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা। কেমনই বা কাটবে কলকাতার বছরশেষ ? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস। 

 

দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা   কেমন থাকবে 
দিনভর আবহাওয়া
২০-Dec ১১.0 ২২.0   ঝকঝকে আকাশ 
২১-Dec ১৩.0 ২২.0   ঝকঝকে আকাশ 
২২-Dec ১৩.0 ২৩.0   ঝকঝকে আকাশ 
২৩-Dec ১৪.0 ২৪.0   ঝকঝকে আকাশ 
২৪-Dec ১৫.0 ২৫.0   ঝকঝকে আকাশ 
২৫-Dec ১৬.0 ২৬.0   মেঘলা আকাশ 

আরও পড়ুন :

বিধ্বস্ত ফিলিপিন্স, শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ছে মৃত্যু


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুসাপে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ১৩ দশমিক ৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা সপ্তাহশেষে ১২ ডিগ্রির নীচে নামে। উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কম ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, এই সপ্তাহে চলবে শীতের ঝোড়ো ব্যাটিং। পারদ আরও নামার সম্ভাবনা আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া অফিস।

সোম-মঙ্গলবার নাগাদ ১২ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা, পূর্বাভাস ছিলই। জেলাগুলিতে আরও নামল পারদ।

অন্যদিকে, বরফের চাদরে মুখ ঢেকেছে হিমাচল প্রদেশ। সিমলার নারকান্দা, সোলাং নালায় পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। মানালি, ভরমৌরে টানা তুষারপাত। কাশ্মীর-লাদাখে তাপমাত্রা শূন্যের নীচে। দিল্লি-পাঞ্জাবে শুরু শৈত্যপ্রবাহ। উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি।