কলকাতা:  সল্টলেকের পর এবার নিউটাউন। কলকাতায় ছড়াচ্ছে পর্ন চক্রের জাল। নিশানায় মডেল হতে চাওয়া মহিলারা। 


অভিযোগ, বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে আপত্তিকর ছবি তুলে পর্ন সাইটে আপলোড করে দেওয়া হতো। 


রীতিমতো হুমকি দিয়ে আপত্তিকর ছবি তোলা হতো বলে অভিযোগ। গতকাল নিউটাউন থানায় অভিযোগ জানান বেসরকারি সংস্থার কর্মী। 


অভিযোগকারিণীর দাবি, কিছুদিন আগে সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে এক ফোটোগ্রাফারের আলাপ হয়। ফোটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিয়ে যাওয়া হয় বালিগঞ্জে। 


সেখানে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করা শুরু হয়। একই ঘটনা ঘটে এক মডেলের সঙ্গেও। অভিযোগ, তাঁকেও ফোটোশ্যুটের কথা বলে নিউটাউনের একটি তিনতারা হোটেলে ডেকে জোর ছবি তুলে তা পর্ন সাইটে আপলোড করে দেওয়া হয়।


নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সেখানে তিনি জানান, ফেসবুকে আলাপ জমিয়ে এক মহিলাকে মডেলিংয়ে সুযোগ করিয়ে দেওয়ার নামে ‘ভিডিও শ্যুট’ করা হয়। মার্চ মাসে ওই ভিডিও শ্যুট করানো হয়। 


অভিযোগ, এরপর ভয় দেখিয়ে চাপ দিয়ে আপত্তিকর ভিডিও তোলার অভিযোগ তোলেন মহিলা। এমনকী, বিভিন্ন পর্ন সাইটে ছবি আপলোড করে দেওয়াও হয় বলে অভিযোগ করেন মহিলা। 


তাঁর আরও অভিযোগ, রাজ কুন্দ্রার ওয়েবসাইটেও আপত্তিকর ভিডিও আপলোড করা হতো। এক্ষেত্রে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর পিছনে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি। 


সম্প্রতি, সোদপুরের বাসিন্দা এক গৃহবধূর আপত্তিকর ভিডিও তুলে পর্ন সাইটে ভাইরাল করে দেওয়ার অভিযোগে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।


পুলিশ সূত্রে দাবি, গৃহবধূর আপত্তিকর ভিডিও অন্তত ৮৪টি পর্ন সাইটে আপলোড করা হয়েছে। মহিলার অভিযোগের প্রেক্ষিতে নিউটাউন থানায় মামলা দায়ের করা হয়েছে। 


হবধূর অভিযোগ, প্রোডাকশন হাউসের কর্মী পরিচয় দিয়ে সোশাল সাইটে আলাপ জমান দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা জয়শ্রী মিত্র।


মডেল-অভিনেত্রী হওয়ার টোপ দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি হোটেলে। সেখানে ফোটোশ্যুটের কথা বলে আপত্তিকর ভিডিও তোলা হয়। এরপর ওই ভিডিও আপলোড করা হয় পর্ন সাইটে।