কলকাতা: ফি মকুবের দাবিতে নেতাজি নগর গার্লস কলেজে বিক্ষোভ।
পাশাপাশি, নাকতলার আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ স্কুলে ছাত্রী বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীদের একাংশকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ। ২৬ জন ছাত্রীর মধ্যে কয়েকজনকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ। মার্কশিটে বদল করে পাস করানোর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। রাতারাতি কীভাবে নম্বর বদল, প্রশ্ন ছাত্রীদের। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
মুর্শিদাবাদের ডোমকলেও উচ্চ মাধ্যমিকে নম্বর কম পাওয়ার অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। রাইপুর স্কুলে বিক্ষোভ ভাঙচুর পড়ুয়াদের। কম নম্বর পাওয়ার অভিযোগে বিক্ষোভ। ২৯ জুলাই আলোচনা করা হবে, আশ্বাস প্রধান শিক্ষকের।
উচ্চ মাধ্যমিকের ফলে সন্তুষ্ট না হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার দুই জায়গায় পড়ুয়াদের বিক্ষোভ। বিষ্ণুপুরের পীরতলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ। আমতলা-বারুইপুর রোড আটকে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বাসন্তীর চুনাখালিতেও পথ অবরোধ বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের। ঋতু ভকত হাইস্কুলের পরীক্ষার্থীদের বিক্ষোভ। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ।
ছাত্র বিক্ষোভ শ্যামবাজারের এভি স্কুলেও।
করোনা পরিস্থিতিতে ফি মকুবের দাবিতে ছাত্র বিক্ষোভ বালুরঘাট কলেজেও। মঙ্গলবার কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখান তৃতীয় বর্ষের পড়ুয়ারা। তাঁরা জোর করে অধ্যক্ষের ঘরে ঢুকতে গেলে তৈরি হয় উত্তেজনা। পরে অধ্যেক্ষর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, উচ্চমাধ্যমিকের ফল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কড়া বার্তা মুখ্যসচিবের। বিক্ষোভ থামান, মুখ্যসচিবের নির্দেশে ডিএমদের বার্তা শিক্ষা সচিবের। স্কুলে গিয়ে জেলা শাসকদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘অভিযোগ খতিয়ে দেখুন, সমস্যা কী জানুন। সব খতিয়ে দেখে শিক্ষা সংসদকে জানান। ৩১ জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের বিক্ষোভ সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে,’ ফল-বিক্ষোভে জেলা শাসকদের নির্দেশ শিক্ষা সচিবের।
অন্যদিকে, করোনা আবহে স্কুল-বিশ্ববিদ্যালয়ের ফি মকুব, অবিলম্বে অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইন ক্লাস চালুর দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে এআইডিএসও-র বিক্ষোভ। কলেজ স্ট্রিট মোড় অবরোধ করায় বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।