আবির দত্ত, কলকাতা: প্রতিবেশীদের ওপর অ্যাসিড ছোড়ার ( Acid Attack) গুরুতর অভিযোগে আটক চারজন। আজ সকাল আনন্দপুরের (Anandapur) নোনাডাঙায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, প্রেমিক প্রেমিকার কার্যকলাপ নিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা আপত্তি জানান। তা থেকে বচসার সূত্রপাত।


জানা গিয়েছে, গতকাল রাতেই এই নিয়ে দুপক্ষের মধ্য বাকবিতণ্ডা হয়।  আজ সকালে তরুণীর বাড়িতে কয়েকজন প্রতিবেশী অভিযোগ জানাতে যান।  অভিযোগ, সে সময় আচমকা ওই তরুণীর বাড়ির লোক প্রতিবেশীদের ওপর অ্যাসিড ছুড়ে মারে। আহত হন চারজন। পুলিশ চারজনকে আটক করেছে।


আরও পড়ুন: বড়বাজার এলাকা থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক


পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের নোনাডাঙার কোর্য়াটারে থাকে তরুণীর পরিবার। সেখানে মাঝে মধ্যেই আসেন তাঁর প্রেমিক। তা নিয়েই প্রতিবেশীদের আপত্তি। সোমবার রাতে প্রতিবেশীদের সঙ্গে তরুণী ও তাঁর পরিবারের একচোট বচসা হয়। মঙ্গলবার সকাল থেকে ফের ঝগড়া শুরু হয়। এরইমধ্যে, তরুণীর দুই আত্মীয় প্রতিবেশীদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। আহত হন ৩ মহিলা সহ ৪ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন। ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি। পুলিশ সূত্রে খবর, অ্যাসিড হামলার অভিযোগে, তরুণ, তরুণী, তরুণীর মা ও বোনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩২৬ এ ধারায়, অ্যাসিড হামলা ও ৩৪ ধারায় সংগঠিত অপরাধের অভিযোগে মামলা রুজু হয়েছে। অ্যাসিডের বোতলটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 


ওই কোয়ার্টারের বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী এক মহিলার বক্তব্য, ওই তরুণী একাই থাকেন। প্রায়ই ওই তরুণ ফ্ল্যাটে আসেন। গতকাল রাতেও ওই তরুণ ফ্ল্যাটে ছিলেন, কিন্তু তাকে আড়াল করতেই বাথরুমে বন্ধ করে রাখেন তরুণী। আজ সকালে আমরা ফের ওই তরুণীর ফ্ল্যাটে যাই। ওই মহিলার অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করেন ওই তরুণী।  এরপরই ওই কোয়ার্টারের বাসিন্দা ৪ মহিলার উপর অ্যাসিড হামলা হামলা হয়।


আরও পড়ুন: আজ পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের