কলকাতা: কমরেড যারা এসেছেন তাঁরা ভাল আছেন ? বামেদের ব্রিগেড সমাবেশে, অডিয়েন্সের দিকে এদিন প্রশ্ন ছুঁড়ে দেন বাম নেত্রী বন্যা টুডু। দূর থেকে সমবেত কণ্ঠে উত্তর আসে, 'হ্যাঁ'। অডিয়েন্স ইন্টারেক্টের সঙ্গে সঙ্গে এরপর, মুহূর্তেই গর্জে ওঠেন বন্যা টুডু। তিনি ভূল শুধরে নিতে বলেন সবাইকে, 'না, আমরা বলব ভাল নেই' !
আরও পড়ুন, 'সামশেরগঞ্জে সন্ত্রাস থেকে রেহাই পাননি মহিলারাও..' ! রাজভবনে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে প্রতিনিধিদল
এদিন খেতমজুর আন্দোলনের নেত্রী বন্যা টুডু বলেন, দুটো সরকার চলছে। চোরের সরকার। আর ডাকাতের সরকার। আমরা ভাল থাকতে পারি। আমরা কিন্তু ভাল নেই। তিনি আরও বলেন, যখন আমাদের আদিবাসী ভাইবোনেরা লড়াই করছে, তখন একটা হাতি ঢুকে যায়। সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায়, তাই আমরা পাশটাতে আগুন জ্বালিয়ে দিই। আগুনটা যখন ধরে যায়, তখন হাতিরা পিছু হঠে যায়। তাই প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোককেও এই একইভাবে তাঁড়ানোর উপায় বাতলে দিলেন তিনি।
বামেদের ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মহম্মদ সেলিম। এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরোদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তাঁর জন্য লাল ঝাণ্ডাকে মজবুত করতে হবে। ডাণ্ডাগুলিকে একটু মোটা করতে হবে। তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারব, এরাজ্যে যারা দাঙ্গা করতে আসবে, মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাহস করতে পারেন না। দাঙ্গা কেন হয় ? এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন, সরকার চাইলে দাঙ্গা হয়। আর সরকার না চাইলে দাঙ্গা হয় না।'
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের নানা প্রান্ত! জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়ি! জঙ্গিপুরে আবার অশান্তির সময় পুলিশের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসায় জোর বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতি এদিন তিনি শাসক দল ও গেরুয়া শিবিরকে একসঙ্গে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, 'বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী-হনুমানজয়ন্তী করছে তৃণমূল-বিজেপি। বিজেপি-তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছে, ওদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো, আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা। প্রতিদিন হিন্দু-মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণাভাষণের মাধ্যমে, কেন একটিও মামলা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়', মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।