রঞ্জিত সাউ, কলকাতা: আগামীকাল ভোটের ফলপ্রকাশ। এদিকে ইতিমধ্যেই বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে আলোচনা তুঙ্গে। এদিকে এবিপি সি ভোটার-সহ অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষাতেই পাল্লা ভারি NDA-এর। যদিও I.N.D.I.A জোটের সরকার গড়ার বড় দাবি শোনা গিয়েছে কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি খাড়গের মুখে। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বলেছেন, 'সব ঠিক গেলে বিজেপি ক্ষমতায় আসছে না।' সবকিছু নিয়েই আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Burdwan Durgapur BJP Candidate Dilip Ghosh )।


'মমতার সমস্যা হল..'


বুথ ফেরত সমীক্ষা মানি না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলবেন ? এই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেছেন, 'যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। NDA ৪০০ এর কাছাকাছি। বিজেপি ৩৭০। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০। কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এক্সিট পোল তাঁর বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরোবে, সেটা তো মানতেই হবে।' 


অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি ও ভাঙড়


ভোটের পর ফের অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি এবং ভাঙড়। এই প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, 'সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো। ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে। তারাই গোলমাল করে। থামেনা। সরকার চাইলে একদিনে গোলমাল থামাতে পারে। চায়না। বিধায়ক গুণ্ডারা গিয়ে গণ্ডগোল করে। পুলিশ গিয়ে গোলমাল পাকায়। বিহার উত্তরপ্রদেশ এমনকি কাশ্মীর ঠাণ্ডা হয়। পশ্চিমবঙ্গ হয়না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে ওই এলাকা শান্ত হবে না।' 


ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কী ?


অন্তিম দফায় ডায়মন্ড হারবারে ছিল লোকসভা নির্বাচন। এদিকে ভোট শেষ হতেই শনিবার সন্ধ্যায়, ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ডায়মন্ড হারবারে কোনও পুননির্বাচন নেই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'আশ্চর্য ব্যাপার। কমিশনে আসা তথ্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নয়। আজ তৃণমূলকে স্ট্রংরুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে। মানে ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কী ?'


আরও পড়ুন, বাংলার ১৪ জেলায় কমল পেট্রোলের দর, কলকাতা-সহ দেশে জ্বালানির দর কত ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।