Madan Mitra Comments: তাপসের পাশে দাঁড়িয়ে এবার সুদীপ বন্ধ্যোপাধ্যায়কে ‘সুখী নেতা’খোঁচা মদনের। এদিন তৃণমূলের এই নেতা বলেন, "নেতা হয় দু'রকম, সুখী রাজপুত্র ও দুঃখী রাজপুত্র। তাপস রায় সুখের রাজপুত্র নন, ফুটপাতের নেতা, লোকের নেতা।" বউবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সুদীপকে নিশানা করেন মদন মিত্র। 


এই বলেই অবশ্য থেমে থাকেননি তৃণমূলের এই বিতর্কিত নেতা। মদন মিত্র আরও বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস করতেন, তখন সুখের দিন ছিল,আমি দুঃখের দিনে যুব কংগ্রেস করেছি"। সম্প্রতি দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করেন  তৃণমূল বিধায়ক তাপস রায়। বউবাজারের যে এলাকায় ফাটল ধরা পড়েছে সেখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর বউবাজার এলাকারই বাসিন্দা তাপস রায়। দুজনের মধ্যের দ্বন্দ্ব নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। 


সুদীপ বনাম তাপস
এর আগে তাপস রায়ের আক্রমণের প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হাতি চলে বাজার...'। পরে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি ফের বলেন, 'হ্যাঁ, হাতি চলে বাজারটা আমি কালকেও বলেছিলাম। সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে... এসবে আমার মাথা ঘামানোর সময় নেই। হাতি চলছে।' গতকাল তিনি এটাও বলেছিলেন, 'যাঁর তাঁর কথার যে কোনও প্রতিক্রিয়া আমি দিই না। মমতা ব্যানার্জি আমাকে কিছু জানতে চাইলে কিছু বলার নির্দেশ দিলে, আমি টিভিতে বলি। অন্য কোনও ব্যাপারকে আমি অত ধর্তব্যের মধ্যে ধরি না। '


পাল্টা তাপসের তোপ
সুদীপের এই বক্তব্যের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন তাপস রায়। তিনি বলেন, 'আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই ! ' সেই সঙ্গে সুদীপকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই।' তাপসের দাবি, 'আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই।' সুদীপের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগও আনেন তাপস। সরাসরি বললেন 'আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না।' সেই সঙ্গে মোদির সঙ্গে উপহার চালাচালি নিয়ে করলেন অভিযোগ। তাপসের বিদ্রুপ, 'নরেন্দ্র মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে পাঠানো হয়েছে? 


পাল্টা আক্রমণ সুদীপের
এর পাল্টা আক্রমণ করেন সুদীপ। তিনি বলেন, 'ডোবারম্যানের শেষে ম্যান আছে বলে তো সেটা মানুষ হয়ে যায় না। ডোবারম্যান কুকুরই থাকে।' এদিনই মুখ খুলেছেন সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'দুর্বলরা বড়দের আক্রমণ করে।'