কলকাতা: একাদশীর দুপুরে মল্লিকবাজারে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দ্রুত খালি করে দেওয়া হয় রেস্তোরাঁ। রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের।
অক্টোবরের শুরুতেই কলুটোলা স্ট্রিটে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায় ঘটনায়। আ এদিন সকালে ওই গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন।
গত ১২ অক্টোবর নবান্নর ১৪ তলায় আগুন লাগে। বেলা বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়। এসি-র কোনও পাইপ থেকেই আগুন ধরেছে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান। কী কারণে আগুন তা খতিয়ে দেখা হয়।
জোড়াসাঁকোর গুদামে বিধ্বংসী আগুন লাগে কিছুদিন আগেই। রাত ২টো নাগাদ দাউদাউ করে গুদামে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশ ও দমকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
এরপর তাদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ। কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে স্বীকার করে নেন গুদামের মালিক। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। শহরের বুকে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়াই কীভাবে এই গুদামে বিভিন্ন ধরনের সামগ্রী মজুত করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
জোড়াসাঁকোর গুদামে বিধ্বংসী আগুন লাগে কিছুদিন আগেই। রাত ২টো নাগাদ দাউদাউ করে গুদামে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশ ও দমকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ। কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে স্বীকার করে নেন গুদামের মালিক। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। শহরের বুকে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়াই কীভাবে এই গুদামে বিভিন্ন ধরনের সামগ্রী মজুত করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।