সন্দীপ সরকার, কলকাতা: চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে চালু হল নতুন মাদার অ্যান্ড চাইল্ড হাব।  ৬ তলার এই ভবনের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ২৪ কোটি টাকা।  ভবনে রয়েছে ১০০ বেডের প্রসূতি ওয়ার্ড।  ৬০ বেডের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) এবং ২৩ বেডের নিকু। 


এদিন উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই নিয়ে সারা বাংলায় ১৭টা এই হাব তৈরি হল। অসুস্থ নবজাতকদের জন্য ৩০৩টি Sick New Born Care Unit তৈরি হয়েছে। যেখানে ২৮ দিন বয়স পর্যন্ত  বাচ্চাদের চিকিৎসা করা হয়। 


মুখ্যমন্ত্রী বলেন, ৪৩টি মাল্টি-সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। হাসপাতালের মান উন্নত হয়েছে। যে কোনও হাসপাতাল গেলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে আছি'। 


তিনি আরও বলেন, 'রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ঠ। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সা স্বাস্থ্য আর বিনা পয়সায় শিক্ষা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না যা এরাজ্যে রয়েছে'।