আশাবুল হোসেন, দার্জিলিং : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার পাহাড়ে গিয়ে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী । প্রতিবারের মতো এবারও তিনি সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় ঘোরেন। হাঁটতে হাঁটতে কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। এখন পর্যটন মরশুম চলছে। পাহাড়ে পর্যটকদের ভিড়। ব্যবসা ভালো হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীকে সে কথা জানান তাঁরা।


এরপর হাঁটতে বেরিয়ে দেখা হয় এক মহিলার সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে নিজের প্রয়োজনের কথা জানান ওই মহিলা। প্রয়োজন মেটানোর জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের আদর করেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন চকোলেট। মুখ্যমন্ত্রীকে সকাল সকাল নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত পাহাড়বাসী। মুখ্যমন্ত্রীও ম্যাল পার্শ্ববর্তী দোকান থেকে সারলেন শপিং। 



 


কী কী পরিকল্পনা 


এছাড়া, পঞ্চায়েত ও জিটিএ নির্বাচন নিয়ে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। পাঁচদিনের সফর শেষে ১ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ কয়েকদিন আগেই মমতা জানিয়েছিলেন, রাজ্য সরকার জিটিএ নির্বাচন করাবে৷ তৃণমূলও সেই নির্বাচনে লড়বে৷ সফরে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।         


মুখ্যমন্ত্রীকে চিঠি কালিম্পং বিধায়কের 


এদিকে, উন্নয়ন হচ্ছে না কালিম্পং জেলায়। এই অভিযোগে, কালিম্পংকে জিটিএ-র আওতা থেকে বের করে আনার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সেখানকার বিধায়ক রুদেন লেপচা। তাঁর দাবি, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হোক। তবেই জেলার উন্নয়ন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠনের উদাহরণও দিয়েছেন কালিম্পংয়ের বিধায়ক।