অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে উৎসবের আয়োজনে সরাসরি জড়িতদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নিলেন বিধাননগরের বিধায়ক। দুর্গাপুজো, কালীপুজো, ইদ, ছটপুজোর সঙ্গে জড়িত ১০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে, জানিয়েছেন সুজিত বসু।
করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কমতে না কমতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। বিশেষজ্ঞরা অনেক আগেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে দিয়েছেন। আর এরইমধ্যে আসন্ন শারদ উৎসব। এই পরিস্থিতিতে উত্সবের মরসুমে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুজোর সঙ্গে জড়িতদের সংক্রমণমুক্ত রাখাটা সবচেয়ে জরুরি।
সেই কথা মাথায় রেখে উৎসবের আয়োজনে সরাসরি জড়িতদের করোনা টিকাকরনের উদ্যোগ নিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু। রবিবার থেকেই লেকটাউনে শুরু হল ভ্যাকসিনেশন ক্যাম্প।
বিধাননগর এলাকার যে কোনও পুজো কমিটির লোকজন্য এবং ওইসব পুজোর সঙ্গে সরাসরি যুক্তরা এই ক্যাম্পে ভ্যাকসিন পেতে পারবেন।
Hockey, India Enters Semi-Finals: ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত
রবিবার প্রথম দিনে এই ক্যাম্পে ১ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। শুধুমাত্র দুর্গাপুজোই নয় কালীপুজো, ইদ, ছটপুজো, সরস্বতী পুজোর সঙ্গে যুক্তরাও এই ক্যাম্প থেকে ভ্যাকসিন নিতে পারবেন।
Babul Supriyo on social Media: ফেসবুক পোস্টে কুণাল এবং দিলীপকে একযোগে আক্রমণ বাবুলের
উল্লেখ্য, পুজো আসতে বাকি আর মাস দু’য়েক। করোনা আবহে প্রাণখুলে আয়োজন করা না গেলেও, বারোয়ারি হোক বা আবাসন... সর্বত্রই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রবিবার খুঁটিপুজো করল কাঁকুড়গাছি পল্লিমঙ্গল সর্বজনীন দুর্গাপুজো কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন, থিম নয় ৭৩ তম বর্ষে এবার এবার মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠের মহারাজ প্রদীপ জ্বালিয়ে খুঁটিপুজোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। রবিবার খুঁটিপুজো করে বেলেঘাটা সন্ধানী দুর্গোৎসব কমিটিও। এবার ৫২ বছরে পদার্পন করল তাঁদের পুজো।উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা আবহে তাঁদের থিমে ফুটে উঠবে গৃহবন্দি দশা। মহামারী-সঙ্কটকালের মধ্যেই, শারদোৎসবের জন্য তৈরি হচ্ছে বাঙালি। উমার বাপের বাড়ি আসার অপেক্ষায় দিন গোনার পালা শুরু হয়েছে৷