কলকাতা: শহরে ফের অস্ত্র উদ্ধার (Firearms)। গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোমিনপুর  (Mominpore) এলাকায় অভিযান চালায় একবালপুর থানার পুলিশ (Ekbalpur Police Station)। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ।


ধৃত সাদ্দাম হোসেন একবালপুরেরই  (Ekbalpur) বাসিন্দা। তাকে জেরা করে তারাতলার বেসব্রিজ (Taratala) এলাকা থেকে বাবলু আড়ি নামে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার (Arrested) করে একবালপুর থানার পুলিশ। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


উল্লেখ্য, এই একই দিনে খিদিরপুরের (Kidderpore) ভূকৈলাস রোডে কিশোরের উপর ‘হামলা’র অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে টিউশন থেকে ফেরার পথে ‘হামলা’ হয় বলে খবর। রডের আঘাতে কিশোরের মাথা ফেটে গিয়েছে।


গুলি করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনায় দক্ষিণ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে খবর  এলাকার সিসি ক্যামেরা (CC Camera) ভাঙা অবস্থায় রয়েছে। পুরনো কোনও ঘটনার জেরে হতে পারে হামলা বলে প্রাথমিক ধারণা পুলিশের। খোঁজ নেওয়া হচ্ছে কে, কারা আছে এই হামলার পিছনে।


পাশাপাশি আরও একটি মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। টাকার দাবিতে ২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। মালদার মানিকচক থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত ২৯ অক্টোবর তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে গিয়ে সন্তানদের আশীর্বাদের নাম করে, ১২০০ টাকা চান এক ব্যক্তি। ৩০০ টাকা দিতে রাজি হওয়ায় একটি শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর।


আরও পড়ুন: Malda News: তৃণমূলে যোগ প্রধান সহ চার সদস্যের, বামনগোলায় বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত


আরও পড়ুন: BSF Update: বিএসএফের পরিধি বাড়ায় বিপাকে পড়বে সীমান্ত লাগোয়া গ্রাম? কেন্দ্রের সিদ্ধান্তে প্রমাদ গুনছেন বাসিন্দারা