ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বানতলায় নির্মীয়মাণ বহুতলে মহিলার রহস্যমৃত্যু। নির্মীয়মাণ বহুতল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হলে খুন বলেই প্রাথমিকভাবে মনে করে গোয়েন্দা ও পুলিশ।
বানতলায় এক অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু। নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। বহুতলের পাশেই রয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থার অফিস। পুলিশ সূত্রে খবর, দুর্গন্ধ পেয়ে স্থানীয়রাই এই বহুতলের কাছে এসে মৃতদেহটি প্রথমে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স ৩০ থেকে ৩৫-এর কোঠায়। মৃতদেহ দেখে অনুমান, ১ থেকে ২দিন আগেই মৃত্যু হয়েছে মহিলার। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মহিলার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কলকাতা গোয়েন্দা পুলিশের ডিসি ডিডি, হোমিসাইড শাখার তদন্তকারীরা।
আরও পড়ুন: Cyclone Jawad: আজ রাতেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', জানাল হাওয়া অফিস
পুলিশ কুকুর নিয়েও এদিন তল্লাশি চালান তদন্তকারীরা। কিন্তু কীভাবে এই মহিলা এখানে এসে পৌঁছন তা জানতে ওই এলাকার ঢোকা ও বেরোনোর পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুলিশের ডিসি (ইস্ট) গৌরব লাল বলেন, 'মহিলার শরীরের ময়না তদন্ত হবে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।'
একইসঙ্গে সন্দেহ করা হচ্ছে, বাইরে থেকে খুন করে এনে এখানে মহিলার মৃতদেহ ফেলা হয়েছে কি না? না কি এখানেই মহিলাকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে? না কি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তাঁর? সবকিছুর উত্তর খুজছে পুলিশ।
গোবরডাঙ্গা থানার গণদীপায়ন মোড় এলাকায় যশোর রোডের উপর একটি পাথর বোঝাই লরির নিচে পিষ্ট হয়ে যায় এক ১৮ বছরের যুবক। মৃত যুবকের নাম সন্তু বৈদ্য। সে থাকে গাইঘাটা থানার ধরমপুর দু'নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্তু বৈদ্য কাজের থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি সন্তুর শরীরের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তু বৈদ্যের।