কলকাতা:  আবারও বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ (State Covid)। বৃহস্পতিবার (Thursday) রাজ্য স্বাস্থ্য দফতরের ( West bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৭ জন। এই নিয় রাজ্যে করোনা সংক্রমিতের (Corona) সংখ্যা বেড়ে হল  ২০,১২,৪৭৫ জন।  বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮,৭৭৮ জন। যা গতকালের তুলনায় ৯১৫ জম কম। 


পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা (State Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকালের তুলনায় সামান্য কমল মৃতের সংখ্যা। গতকাল মৃত্যু হয়েছিল ১৮ জন। আজকের পরিসংখ্যান নিয়ে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হল ২১,০৯৪ জনের। এদিন রাজ্যে করোনা সংক্রনমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৩৬৭ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। 


 



অন্যদিকে দেশেও ফের ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ। দৈনিক মৃত্যুর পাশাপাশি, বাড়ল সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৪। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৬১৫। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৫৪ হাজার ৩১৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৪৮ হাজার ৯৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ১৪১