কলকাতা: নাগেরবাজার উড়ালপুল (Nagerbazar Flyover) থেকে গাড়ির ধাক্কায় নীচে পড়ে গতকালই মৃত্যু হয়েছে বাইক আরোহী মহিলার (Bike Rider Death)। ঘটনার পর তত্‍পর হয়েছে পুলিশ (Kolkata Police)। আজ সকাল থেকে নাগেরবাজার উড়ালপুলে (Nagerbazar flyover) গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেইসঙ্গে উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, তার কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। গতকাল উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলা! তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। 


গতকাল নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলা। ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহী মহিলার। 


এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ  নাগেরবাজার ফ্লাইওভারে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কা মারে বাইককে। প্রচণ্ড ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে যান বাইক আরোহী মহিলা। তাঁর স্বামীও গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, হাতপাতালে মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। প্রবল রক্তক্ষরণের জেরে হাসপাতালে চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।


এর আগে চিংড়িঘাটায় (Chingrighata) মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় এক ২৬ বছরের যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চলতি মাসে ভাইফোঁটার দিনও এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতার (Kolkata) এই এলাকা। 


পুলিশ সূত্রে খবর, মোটরবাইকের পিছনে বসে কসবা থেকে রুবি হয়ে সেক্টর ফাইভ যাচ্ছিলেন সাগর পাল নামে ওই যুবক।  চিংড়িঘাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচে সঙ্কীর্ণ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার কারণে ওই যুবক অনেকটা দূরে ছিটকে পড়েন। যদিও তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু ট্রাকের ওই সজোরে গতির ধাক্কায় মাথা থেকে হেলমেট খুলে যায়। ফুটপাথের ধারে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে।  


বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন।  মোটরবাইক চালক যুবকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক।