নন্দীগ্রাম: 'নন্দীগ্রাম (Nandigram) শুধমাত্র একটা জায়গার নাম নয়। নন্দীগ্রাম (Nandigram) হল ইতিহাস যা কোনওদিনই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়।' বুধবার নন্দীগ্রাম স্মরণসভার দিনে টুইটবার্তা (Tweet) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এ দিন একই বার্তা নিজের কু-প্রোফাইলেও পোস্ট করেছেন শুভেন্দু। ২০০৭-এর ১০ নভেম্বর, নন্দীগ্রামে গুলি চালানোর প্রতিবাদে আজ দফায় স্মরণ সভা করছে বিজেপি এবং তৃণমূল। দুপুরে গোকুলনগরের কর পল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে। 


এ দিন তিনি নিজের টুইটার (Twitter) এবং কু-হ্যান্ডেলে (Koo) লেখেন, 'নন্দীগ্রাম শুধমাত্র একটা নাম বা জায়গার নাম নয়। নন্দীগ্রাম হল ইতিহাস যা কোনওদিনই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়। নন্দীগ্রাম হল আন্দোলনের মাটি, রক্ষার মাটি, আশ্রয়ের মাটি, বিশ্বাসের মাটি। নন্দীগ্রাম আগেও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।’ এদিন অতীতের স্মৃতি টেনে তিনি আরও লিখেছেন, 'রক্তস্নাত সূর্যোদয়ের আজ ১৪ বর্ষপূর্তি। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের সশ্রদ্ধ প্রণাম।’






শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন ১০ নভেম্বর নন্দীগ্রামে একটিই অনুষ্ঠান হত। গতবছর বিজেপিতে (BJP) যোগদানের আগেই এই দিনে আলাদা অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী।   


উল্লেখ্য, আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কিন্তু তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। সকালে গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায়(Tapas Roy), দোলা সেন (Dola Sen)-সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন। এরপর দুপুরে একই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে।