কলকাতা: দীপাবলির আগের সপ্তাহেই হঠাৎ শরীর খারাপ হয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। গত ররিবার এসএসকেএমে চেক আপ করাতে গিয়ে আরও অসুস্থ বোধ করেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। একসপ্তাহ ধরে ICCU-তে কাটানোর পরে শেষ হল জীবনের সঙ্গে লড়াই। সকলকে চির বিদায় জানালেন বঙ্গ রাজনীতির চিরসবুজ ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে এসএসকেএম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এদিন রাত ৯টা ২২মিনিটে মৃত্যু হয় তাঁর। পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister) সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
জানা গিয়েছে, ধমনীতে স্টেন্ট বসানোর পর শারীরিক অবস্থার অবনতি হয় বর্ষীয়াণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের। একসপ্তাহ ধরে ICCU-তে কাটানোর পরে শেষ হল জীবনের সঙ্গে লড়াই। সকলকে চির বিদায় জানালেন তিনি। জানা যাচ্ছে, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত মরদেহ রাখা থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হবে পঞ্চায়েতমন্ত্রীকে। দুপুর দুটোর পর সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হবে তাঁর বালিগঞ্জের বাড়িতে। তারপর সম্পন্ন হবে শেষকৃত্য। 'কালই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল। আজ যে এভাবে চলে যাবেন, ভাবিনি।' বলছেন শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রীর আচমকা প্রয়াণে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করে ফিরহাদ হাকিম বলেন, 'সুব্রত দার মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। আজ এক বিরাট ক্ষতি হল। ৯টা ২২ এ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'
আরও পড়ুন - Subrata Mukherjee: সুব্রত মুখোপাধ্যায় - এক বর্ণময় রাজনৈতিক জীবন
বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ হাসপাতালে যান মমতা (Mamata)। কার্ডিওলজির আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister)। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসকেএমে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas), নির্মল মাজি (Nirmal Maji)। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরেও অবস্থার অবনতি হয় তাঁর।