ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: আদিগঙ্গায় নেমে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের পরই, মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকায় বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। গার্ডরেল দিয়ে আটকানো হয়েছে রাস্তা। নৌকায় চলছে নজরদারি।
চাকরি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে নোংরা আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানান অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্ররা। আন্দোলনকারীদের প্রতি সহানভূতি জানালেও, এই ধরনের আন্দোলনের নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষামিত্রের পদ অবলুপ্ত হয়েছে, গঙ্গাবক্ষে আন্দোলন মোটেও কাঙ্খিত নয়, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার রেওয়াজ যাঁরা করছেন, ভাল করছেন না।
আগামী দিনে এই রকম ঘটনা এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশে বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। 
আলিপুর সংশোধনাগারের পাশ থেকে যাতে কোনওভাবেই আদিগঙ্গার দিকে যাওয়া না যায় তার জন্য গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। 
আদিগঙ্গার ধারে ৫টি পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি নৌকা করে টহল দিচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।


গতকাল ১১টা নাগাদ চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় আচমকা নেমে পড়েন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্রদের একাংশ।উদ্দেশ্য, নিজেদের দাবি-দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া।
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পাঁচিল লাগোয়া আদিগঙ্গার পার থেকে নামেন শিক্ষক-শিক্ষিকারা।


গলা জল ঠেলে এগোতে থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।  ভিভিআইপি জোনে পাঁচজন শিক্ষক-শিক্ষিকার এমন মেজাজ দেখে কার্যত হকচকিয়ে যান পুলিশকর্মীরা।


কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জল থেকে তোলেন পাঁচ শিক্ষক-শিক্ষিকাকে। 
মুখ্যমন্ত্রীর বাড়ি সামনে আদি গঙ্গায় নৌকা চলাচল নিষিদ্ধ। তাঁর বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।