সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর মুখে পরপর চারদিন জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ পয়সা করে। আজ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম হল ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৮৭ পয়সা হয়েছে ডিজেলের দাম। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। তবে আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
মাঝে কিছুদিন দামের পরিববর্তন করা না হলেও সম্প্রতি আবার জ্বালানির দাম বাড়ানোর পর্ব শুরু হয়েছে। মধ্যবিত্তের ওপর দামের খাঁড়ার ঘা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর ও শনিবার ২ অক্টোবর, এই তিনদিনই লিটারপ্রতি ৩০ পয়সা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০২ টাকা ৭৭ পয়সা লিটার। ডিজেলের দাম হয় লিটার প্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা। এরপর আজ ফের ৩০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় প্রথমবার পেট্রোলের দাম ১০৩ টাকা হল।
করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেছেন, ‘তেলের দাম বাড়ায় মূল্যবৃদ্ধি বাড়বে। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে, তখন এখানে বাড়ানো হচ্ছে। এটা দ্বিচারিতা। বেশি কর নিচ্ছে।’
অর্থনীতিবিদ সৈকত সিংহরায় বলেছেন, ‘মূল্যবৃদ্ধি হবে। মুদ্রাস্ফীতি হবে। পরিবহণ খরচও বাড়বে। এর ফলে বিনিয়োগ ধাক্কা খাবে। মধ্যবিত্তরা চাপে পড়বেন।’
পুজোর মুখে শুক্রবারই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩৫ টাকা। প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এদিন ফের বাড়ল তেলের দাম। এভাবে বারবার জ্বালানির দাম বাড়তে থাকায় সমস্যায় সাধারণ মানুষ।