কলকাতা: প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। টানা ৯ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। 


কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ৭৮ পয়সা।  ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৫৪ পয়সা। 


এর আগে মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয় ৯০ টাকা ৫৪ পয়সা।  ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হয় ৮৩ টাকা ২৯ পয়সা।


১৫ ফেব্রুয়ারি পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে হয় ৯০ টাকা ২৫ পয়সা।  ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয় ৮২ টাকা ৯৪ পয়সা।


১৪ ফেব্রুয়ারি পেট্রোলের দাম ছাড়িয়ে যায় ৯০ টাকা।  আর ডিজেলের দাম হয় লিটারে ৮২.৬৫ টাকা।


১৩ ফেব্রুয়ারি লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৮২.৩৩ টাকা।


১২ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয় যথাক্রম ৮৯.৪৪ টাকা ও ডিজেল ৮১.৯৬ টাকা।


১১ ফেব্রুয়ারি দাম আরও বাড়ে। পেট্রোলের দাম ছিল ৮৯.১৬ টাকা, ডিজেল ৮১.৬১ টাকা।


১০ ফেব্রুয়ারি পেট্রোলের দাম বেড়ে হয় ৮৮.৯২ টাকা, ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩১ টাকা।


৯ ফেব্রুয়ারি কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৮.৬৩ টাকা, ডিজেল ৮১.০৬ টাকা।


যেভাবে ব্যাট চালাচ্ছে পেট্রোল, তাতে সেঞ্চুরি করা স্রেফ সময়ের অপেক্ষা। 


লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধিতে তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা।


সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আরও মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য। বর্তমানে সর্বাধিক তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদনে রাশ টেনেছে। 


ফলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ভোটের মুখে পেট্রোল-ডিজেল–গ্যাসের দাম বাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


যে গতিতে দাম বাড়ছে তাতে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি ভোটের আগেই  কলকাতায় সেঞ্চুরি হাঁকাবে পেট্রোলের দাম? 


সামনেই ভোট! তার আগে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধি! যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়! এর কি কোনও প্রভাব ভোটে পড়বে? উত্তর দেবে সময়।