কলকাতা: মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন চালক-সহ ২। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
পার্ক সার্কাস থেকে পরমা আইল্যান্ডগামী লেনে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় আড়াআড়িভাবে উল্টে যায় গাড়ি। আহত হন চালক-সহ ২ জন।
দুর্ঘটনার জেরে পরমা আইল্যান্ডগামী লেন ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল। পরে কড়েয়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
এই প্রথম নয়। চলতি মাসের গোড়ায় পরপর ২ দিন বাইক দুর্ঘটনা ঘটে মা ফ্লাইওভারে।
গত ২ তারিখ দুপুর ২টো নাগাদ মা ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩৫ বছরের এক তরুণের।
স্কুটার দাঁড় করিয়ে মোবাইলে কথা বলার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় উড়ালপুলের বাইরে ছিটকে গিয়ে নিচে আছড়ে পড়েন সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র।
পরের দিন, অর্থাৎ ৩ তারিখ সকাল ১০টা ৪০ মিনিট ফের দুর্ঘটনা ঘটে মা ফ্লাইওভারে। পার্কসার্কাস থেকে এসএসকেএম-মুখী এজেসি বোস উইং ধরে বাইকে অফিস যাচ্ছিলেন প্রশান্ত নামের এক যুবক।
তাঁর সামনে থাকা একটি অ্যাপক্যাব আচমকা ব্রেক কষে পিছোতে শুরু করে। অভিযোগ, ওয়ান ওয়ে উইংয়ের মধ্যেই ট্রাফিক বিধি না মেনে পিছনোর চেষ্টা করে অ্যাপক্যাবটি
তা দেখে আগাম বিপদ আঁচ করে বাইক থেকে লাফ দেন চালক। ঠিক তারপরেই বাইকে ধাক্কা মারে অ্যাপক্যাবটি।