কলকাতা: প্রতিদিন নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেলের মূল্য়। প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে জ্বালানির দাম। 


শনিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৭ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৭৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা। 


এই নিয়ে টানা পাঁচদিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। মাসদেড়েকের মধ্যে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৫৪ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৮৯ পয়সা।


শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৪৪ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৯৬ পয়সা। 


বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৪ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩০ পয়সা।  এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ১৬ পয়সা।  ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৬১ পয়সা।  


বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়ায় ৮৮ টাকা ৯২ পয়সা। ডিজেলের দাম লিটারে ছিল ৮১ টাকা ৩১ পয়সা। 


এই প্রেক্ষাপটে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বুধবার সংসদে এই প্রসঙ্গটি তোলেন বিরোধীরা। ই সংসদে প্রশ্ন তোলে তৃণমূল। সাফাই দেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।


পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের শাসক দলও অস্বস্তিতে, সম্প্রতি তার প্রমাণ মেলে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর গলায়। বাজেট পেশের পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স কার্ড পোস্ট করেন তিনি। তাতে লেখা ছিল পেট্রলের দাম রামের ভারতে ৯৩ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় ৫১ টাকা।


ফের জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা।