কলকাতা: রোজভ্যালি মামলায় প্রথমবার সাজা ঘোষণা করা হল। গতকাল রোজভ্যালি সংস্থার ডিবেঞ্চার ম্যানেজারকে আর্থিক নয়ছয় মামলায় ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
আদালত সূত্রে খবর, ব্যাঙ্কশাল কোর্টে তিনি নিজের দোষ স্বীকার করে নেন। যা রোজভ্যালি মামলায় এই প্রথম। রোজভ্যালি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন ওই আধিকারিক। আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোটা ঘটনায় তাঁর যোগসাজশের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই রোজভ্যালির ডিবেঞ্চার ম্যানেজারের ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে রোজভ্যালি মামলায় এফআইআর দায়ের করেছিল সিবিআই। ২০১৫-র মার্চে ইডির হাতে গ্রেফতার হন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ। সম্প্রতি সিবিআই সূত্রে দাবি করা হয়েছে,রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মোবাইল ফোন ও ল্যাপটপের হদিশ পাওয়া যাচ্ছে না। ইডির তত্কালীন তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেছেন সিবিআইয়ের অফিসাররা।
বিস্তারিত আসছে...