Petrol-Diesel Price, 25 November: পেট্রোল ও ডিজেলের দামে (Petrol-Diesel Price Today) আজও কোনও পরিবর্তন হয়নি। দেশে দীপাবলির পরদিন থেকে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, আজ (Petrol-Diesel Price on 25th November 2021) কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা (Petrol and Diesel Price in Kolkata)।
রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।
দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। তারপর কিছুটা দাম কমে জ্বালানির। বেশ কয়েকটি রাজ্যও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ওই রাজ্যগুলিতে আরও কিছুটা কমে পেট্রোল ও ডিজেলের দাম।পশ্চিমবঙ্গে অবশ্য পেট্রোল ডিজেলের দামের উপর ভ্যাট কমানো হয়নি। আর এ জন্য সরকারের সমালোচনা করেছে বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। তারা রাজ্য সরকার কেন শুল্ক ছাঁটাই করছে না, সেই প্রশ্ন তুলেছে।
করোনা কালের শুরু থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামেও বৃদ্ধি দেখা দেয়। দীপাবলির আগে মানুষকে স্বস্তি দিতে উৎপাদন শুল্ক কিছুটা ছাঁটাই করেছিল কেন্দ্র। এরপর দেশের ২০ টি রাজ্যে ভ্যাট কমানো হয়েছে।
এরইমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দামে লাগাম টানতে ভারত নিজের পেট্রোলিয়াম ভাণ্ডার থেকে ৫০ লক্ষ অপরিশোধিত তেলের ব্যারেল ছাড়ার প্রস্তুতি শুরু করেছে। আমেরিকা, চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো অপরিশোধিত তেলের বড় ক্রেতা দেশগুলির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত দেশগুলি একই সময়ে তাদের ভাণ্ডার থেকে অপরিশোধিত তেলের ব্যারেল ছাড়তে পারে। এরফলে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।