সঞ্চয়ন মিত্র, কলকাতা: টানা ১০ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ, বৃহস্পতিবার কলকাতায় ৩৩ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯১ টাকা ছাড়াল। ৩২ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম কলকাতায় হল ৮৩ টাকা ৮৬ টাকা। এদিকে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম ১০০ পেরিয়েছে।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বৃহস্পতিবার পেট্রোলের দাম শতরান পার করল ৷ তৃণমূল শাসিত বাংলায় পেট্রোলের দাম ৯১ টাকা ছাড়াল। টানা ১০ দিন ধরে নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আর জ্বালানির দামের এই রেকর্ড উত্থানে কেন্দ্র ও রাজ্য সরকারের ভাঁড়ারে টাকা এলেও পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ গ্রাহকের। তেলের দামের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
মাথায় তাই হাত আম জনতার। যদিও তাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বা সরকারের কোনও হেলদোল নেই। বৃহস্পতিবার ফের দাম বাড়ল জ্বালানির। ৩৩ পয়সা বেড়ে বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ১১ পয়সা। ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের লিটারপ্রতি দাম হল ৮৩ টাকা ৮৬ পয়সা। অনেকের মতে, পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় নিয়ে এলে অনেকটা নিয়ন্ত্রণে আসবে জ্বালানির দাম।
কারণ, জিএসটি-তে সর্বোচ্চ করের হার ২৮ শতাংশ। সেখানে এখন পেট্রোল ও ডিজেলের ওপর কেন্দ্রের শুল্ক ২৮ শতাংশের থেকে বেশি। সরকারি সূত্র অনুযায়ী, পেট্রোলের ওপর মোদি সরকার এক্সাইজ ডিউটি নেয় ৩২ টাকা ৯৮ পয়সা। আর ডিজেলের ওপর কেন্দ্রীয় সরকার ৩১ টাকা ৮৩ পয়সা এক্সাইজ ডিউটি নেয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রেখে পেট্রোল-ডিজেলের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই হিসেবে প্রতিদিনই জ্বালানির দাম বাড়ে কমে।
লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বীরভূমের নলহাটিতে বাস স্ট্যান্ড, ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তফশিলি আদিবাসী সংখ্যালঘু মোর্চা। সকাল সাড়ে ১১টা থেকে বেশ কিছুক্ষণ চলে অবরোধ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে তেলের ছেঁকা থেকে রক্ষা করতে আদ কোনও পদক্ষেপ করা হবে? সেটাই এখন বড় প্রশ্ন।