কলকাতা: শিয়ালদা ফ্লাইওভারের নীচে কর্তব্যরত পুলিশ কর্মীকে ছুরির কোপ। মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় চলছিল কড়াকড়ি। আজ ভোরে শিয়ালদা ফ্লাইওভারের নীচে এক যুবককে আটকান মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। তিনি ডিউটিতে ছিলেন। অভিযোগ, বচসার জেরে তাঁকে চপারের কোপ মারে মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী।


জানানো হয়েছে অভিযুক্ত মহম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, অভিযুক্ত মাদকাসক্ত অবস্থায় ছিলেন। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় আজ ভোরে শিয়ালদা উড়ালপুলের নীচে এক বাইক আরোহীকে আটকান কর্তব্যরত কনস্টেবল অভিযোগ, তারপরই অভিযুক্তকে ওই কনস্টেবলকে তাড়া করে চপারের কোপ মারে। 



বিধি অমান্য করে রাস্তায় বেরনোর কারণ জানতে চাওয়ায় পুলিশ কনস্টেবলকে চপার নিয়ে তাড়া বাইক আরোহীর। ভরা বাজারের মধ্যে কনস্টেবলকে কোপ। চাঞ্চল্যকর ঘটনা শিয়ালদা উড়ালপুলের নীচে কোলে মার্কেটের কাছে। প্রতিদিন ভোরেই কোলে মার্কেট ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে গমগম করে। শনিবার ভোর ৪টে নাগাদ এই এলাকায় ডিউটি করছিলেন মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। 


স্থানীয় ও পুলিশ সূত্রে দাবি, মোটরবাইক আরোহীকে এক ব্যক্তিকে থামিয়ে অত ভোরে বেরনোর কারণ জানতে চান কনস্টেবল। তাঁকে কাগজপত্র বের করতে বলেন। অভিযোগ, এরপরই বাইক থেকে নেমে একটি দোকান থেকে চপার টেনে নিয়ে পুলিশ কর্মীকে তাড়া করে অভিযুক্ত। অভিযোগ, কিছুটা দূরে কনস্টেবলকে ধরে ফেলে অভিযুক্ত চপার দিয়ে কোপ মারে। আঘাত লাগে পুলিশ কর্মীর হাতে। 


কোলে মার্কেট এলাকার এক বাসিন্দা জানিয়েছেন ওই পুলিশ কর্মীরা বাইক থামিয়ে চেক করছিলেন। বচসা বাধে। তারপর পুলিশকে চপার নিয়ে তাড়া করে, তারপর কোপ মারে। অন্য পুলিশ কর্মীরা ছুটে এসে ধরে ফেলেন অভিযুক্তকে।  তাঁকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ।   ধৃত মহম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, অভিযুক্ত মাদকাসক্ত। আহত পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।