সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরে বিজেপিতে ভাঙ্গন। মন্ত্রীর উপস্থিতিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) হাত ধরে TMC-তে যোগদান করলেন দুবারের বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রাক্তণ মণ্ডল সভাপতি-সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ।


সিঙ্গুরে শোভাযাত্রায় রচনা 


হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে  ৭৬৮৫৩ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। যার মধ্যে  সিঙ্গুর বিধানসভা থেকে প্রায় ১৮ হাজার ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে লিড নিয়েছে তৃণমূল ।  জেতার পর সাংসদ আজ দ্বিতীয় দিন হুগলিতে এলেন জয়ের উৎসবে সামিল হতে। প্রথমে হুগলির রাজহাটে দলীয় কর্মীদের সংবর্ধনা সভায় যোগদান করেন। এরপর সিঙ্গুরে এসে শোভাযাত্রায় অংশগ্রহণ গ্ৰহণ করেন।


সিঙ্গুরে বিজেপিতে ভাঙ্গন


মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগের সাংসদ মিতালী বাগকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুর বাজার এলাকায় শোভাযাত্রা সহকারে জন সংযোগ করেন দুই সাংসদ। তার আগে সিঙ্গুর বিধানসভা এলাকার বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন সিঙ্গুর -২নং পঞ্চায়েতের সদস্য সমীর হালদার, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম মোদক , বিজেপি কর্মী সৌরভ মোদক,হারাধন সিংহ, সন্তোষ মণ্ডল- সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। 


আরও পড়ুন, নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশের চাঞ্চল্যকর স্বীকারোক্তি..


'দলের সাহায্য পাইনি,আমাকে সবসময় তৃণমূলের কাছেই যেতে হয় ..', BJP ত্যাগের পর বার্তা সমীর হালদারের


তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত সদস্য সমীর হালদার জানান, 'এলাকার উন্নয়নের জন্য আমি দলের কোনও সদস্যের সাহায্য পাইনি, আমাকে সবসময় তৃণমূলের কাছেই যেতে হয়। আমার অসুবিধায় দলের কেউই কোনওরকম সাহায্য করে না। তাই আমি তৃণমূলে যোগদান করলাম। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপিতে আর কারও থাকা উচিত নয়। সবার তৃণমূলে চলে আসা উচিত। সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস বলেন, 'যারা যোগদান করেছেন, তাদের একজন ২০২১সালে বিজেপি থেকে শোকজ খেয়ে দল থেকে অনেক দূরে। আরেকজন যিনি পঞ্চায়েত সদস্য। তিনি খুব খারাপ অবস্থায় ছিলেন, তৃণমূলে না গেলে ওনার কিছু উপায় ছিল না।  তবুও ওনাদের দুটি বুথ এলাকাতেই বিজেপি এবারে লিড নিয়েছে। আগামী দিনে এর কোনও প্রভাব সিঙ্গুরে পড়বে না।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।