কলকাতা:  গাড়িতে উঠলেও, ওয়ার্ডের উন্নয়নের দিকে নজর দিতে হবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে। পুরভোটের প্রচারে (KMC Vote Campainging) দলের নেতাদের নির্দেশ দিলেন মমতা (Mamata Banerjee)। এতদিন কী করছিলেন? প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar)। 


এ দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'অনেককে আমি দেখি, গাড়িতে যায় গাড়িতে ঘুমিয়ে পড়ে। আমি তো গাড়িতে ঘুমোই না, দেখতে দেখতে যাই, কোন লাইটটা জ্বলছে না।'


কলকাতা পুরভোটের (Kolkata Municipality Election) প্রচারে, বুধবার সিন্ডিকেটের বিরুদ্ধে দলের নেতাদের সতর্ক করে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার আগামীদিনের তৃণমূল কাউন্সিলরদের (TMC Councillor) উদ্দেশ্যে তাঁর পরামর্শ, সব সময় খেয়াল রাখতে হবে ওয়ার্ডের উন্নয়নের দিকে। দিন-রাত চালু রাখতে হবে মোবাইল ফোন। 


তৃণমূল (TMC) নেত্রী আরও বেলেন, কাউন্সিলরদেরও রাতে ঘুমোতে হবে, বিশ্রাম নিতে হবে। কিন্তু সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতেই হবে। আমাকে সকালে প্রতিদিন ৪০০-৫০০ ম্যাসেজের উত্তর দিতে হয়।


রবিবার কলকাতায় পুর-যুদ্ধ! তার আগে বৃহস্পতিবার তিন-তিনটে সভা করলেন তৃণমূল নেত্রী। বাঘাযতীন (Baghajatin), বেহালার (Behala) পর কালীঘাটে (Kalighat)। দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে গিয়ে, ফের দিলেন সতর্কবার্তা। যা নিয়ে আবার খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসতে আসতে ববিকে ৫০টা ফোন করি, লাইট। এটা আমার কাজ নয়। আমি যদি যাই, আপনাদেরও তাকিয়ে তাকিয়ে যেতে হবে কাজ যখন করব, চোখ চলবে-কান চলবে-কান চলবে। মঞ্চে বক্তব্য- সুকান্ত 


বুধবার বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এদিন সেই প্রসঙ্গে টেনে বারবার বিজেপিকে নিশানা করেন মমতা।


তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বলত মমতা দুর্গাপুজো করতে দেয় না। আজ সেই দুর্গাপুজো বিশ্বসেরা। কলকাতার কালচারাল হেরিটেজ। অন্য কারও সার্টিফিকেট দরকার নেই ওটা সারা পৃথিবীর হেরিটেজ। হিংসা হচ্ছে বিধানসভা ভোটের আগে কেন এটা হল না! আগামী পুজোয় আমাদের স্পেশাল ফেস্টিভাল হবে।