সত্যজিৎ বৈদ্য, সোনারপুর: সোনারপুরের রাসায়নিকের কারখানায় আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিনঘণ্টা কেটে গিয়েছে, তবুও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। রাতভর বৃষ্টিতে বানভাসি শহর। সকালেও অব্যাহত বৃষ্টি। তারমধ্যেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে জানা গিয়েছে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে দ্রুত ছড়িয়েছে আগুন। দমকল যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা।  


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ বাজ পড়ার শব্দে বাইরে বেরিয়ে দেখেন, কারবালা মোড়ে জুতোর আঠা তৈরির কারখানা দাউদাউ করে জ্বলছে। আশেপাশে ঘনবসতি থাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।  প্রথমে ৩টি এবং পরে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 


গত ১১ সেপ্টেম্বর নিমতলা ঘাট স্ট্রিটের পর গার্ডেনরিচের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। এই আগুন নেভাতে ঘটমাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ জ্বলতে থাকে আগুন। টানা দুদিন ধরে চলে এই পরিস্থিতি। ১০ টি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ১১ সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিন নামাতে হয়। কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী। খতিয়ে দেখা হবে গোডাউনগুলির অগ্নিনির্বাপন ব্যবস্থা।


গার্ডেনরিচ গোডাউনের কর্মীরা জানান, 'আমরা কী করব, কী খাব, সামনে পুজো।' টানা একদিন আগুনের সঙ্গে লড়াই! রবিবার সকালেও আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়, গার্ডেনরিচের তারাতলা রোডে পোর্ট ট্রাস্টের জমিতে থাকা গোডাউনের আনাচ কানাচ থেকে। ধোঁয়ায় তখনও অস্পষ্ট গোটা এলাকা! ঝাঁঝালো গন্ধে টেকা দায়। শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিনকে কাজে লাগাতে হয়। কুলিংডাউন প্রোসেস শুরু হওয়ার পরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় মাঝে মাঝেই পকেট ফায়ার দেখা যায়। 


২৪ ঘণ্টা পরেও ধ্বংসস্তুপে পরিণত চারদিক, কুলিং ডাউন প্রোসেস চালালেও সামগ্রী দাহ্য বস্তু পকেট ফায়ার দেখা যাচ্ছে, গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকার চেষ্টা। দমকল আধিকারিক জানিয়েছেন, আমরা তো চেষ্টা করছি, গ্যাস কাটার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা। শনিবার সকাল ১০টায় লাগা আগুন নিয়ন্ত্রণে না আসায় এবং প্রবল ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার মাঝরাতে আনা হয় পোর্টেবল টাওয়ার লাইট।


আরও পড়ুন: Kolkata: রাজ্যের সমস্ত অবৈধ ইটভাটাকে বৈধ ঘোষণা করার পথে রাজ্য, নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রিগোষ্ঠী