কলকাতা: আলিপুরের ধনধান্য সেতু, খিদিরপুরের স্টিল ব্রিজ ও গর্ডেনরিচের দইঘাট সেতু। দক্ষিণ কলকাতার এই তিন সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নিল KMDA। কেএমডিএ সূত্রে খবর, স্ট্রাকচারাল টেস্টের পাশাপাশি, হবে লোড টেস্ট।


২০১৩-র চৌঠা মার্চ। ভেঙে পড়ে উল্টোডাঙা ব্রিজের মাঝের অংশ। ২০১৬ সালের ৩১ মার্চ। পোস্তায় বিবেকানন্দ উড়ালপুলের ভয়াবহ বিপর্যয়। তার ২ বছরের মাথায়, ২০১৮-র চৌঠা সেপ্টেম্বর। ভেঙে পড়ে মাঝেরহাট সেতু।


মহানগরীর বুকে ভয়াবহ তিন সেতু বিপর্যয়। এর পরই কলকাতার বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় জোর দিয়েছে KMDA। পুরো ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে টালা ব্রিজ। এবার দক্ষিণ কলকাতার তিনটি ব্রিজকে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।


আলিপুরের ধনধান্য সেতু। খিদিরপুরের স্টিল ব্রিজ ও গর্ডেনরিচের দইঘাট সেতু। তিনটি ব্রিজই বেশ প্রবীণ। টালিনালার ওপর দিয়ে বয়ে চলা, তিনটি সেতুই পরিকাঠামোগত ভাবে, স্টিলের। 
কেএমডিএ সূত্রে খবর, স্ট্রাকচারাল পরীক্ষার পাশাপাশি, হবে লোড টেস্ট। প্রয়োজনীয় কাজ দেখা হবে।


তিনটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে, ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। KMDA সূত্রে খবর, এর আগে দুটি ফেজে কলকাতার বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এবার চলছে তৃতীয় পর্যায়ের কাজ। ইতিমধ্যেই সেতুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশকে বিস্তারিত জানিয়েছে KMDA। এর জন্য ট্রাফিক ডাইভারশন প্রয়োজন কিনা, তা দেখছে পুলিশ।