কলকাতা: করোনা আবহের মধ্যে এবার সোয়াইন ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। আরও দুই সন্দেহভাজনের চিকিৎসা চলছে সিএমআরআইতে।
এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী। কিন্তু এখন থেকেই দেশে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গোদের ওপর বিষফোঁড়ার মতো, এবার কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ। এই রোগে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে।আরও দু’জন সোয়াইন ফ্লুর উপসর্গ নিয়ে CMRI হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলছেন, উপসর্গ একইরকম, কোভিড রিপোর্ট নেগেটিভ, পরে পরীক্ষায় দেখা যায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত, কোভিডের সঙ্গে এগুলো মেলে। চিকিৎসক ধ্রুবজ্যোতি ভট্টাচার্যের কথায়,সংখ্যায় কম হলেও হচ্ছে, বেশ কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আরও দুই রোগী আছে তারা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে আক্রান্ত।
চিকিৎসকরা বলছেন, করোনার মতোই সোয়াইন ফ্লুতেও একই উপসর্গ দেখা যায়। ফলে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও, কেউ যেন একে হাল্কাভাবে না নেন। এই সাবধানবাণীই শোনাচ্ছেন বিশেষজ্ঞরা।
h1n1 বা সোয়াইন ফ্লু মারাত্মক ছোঁয়াচে শ্বাসজনিত অসুখ। সাধারণত হাঁচি বা কাশির থেকে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে যায়। তাই বিন্দুমাত্র অবহেলা না করে, এখন থেকেই সতর্ক ও সাবধান থাকার কথা বলছেন চিকিৎসকরা।