Tangra Fire Live : ট্যাংরায় দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে

Fire in Tangra Latest News: আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Apr 2022 07:13 PM
Tangra Fire Live : গত মাসে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায়

গত মাসে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদামে আগুন লাগে । বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায় গুদাম। গুদামের দেওয়ালে ফাটল ধরে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণ আগুনে জ্বলতে থাকে গুদাম।


এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ ওঠে। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

Fire in Tangra Live : গত মাসেই ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে

গত মাসেই ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলের বেশ কয়েকজন কর্মী আহতও হন। 

Tangra Fire Live : ট্যাংরায় দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে

দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, ধোঁয়ায় ঢাকা পড়েছে গোটা এলাকা।

Fire in Tangra Live : বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের

এখনও জ্বলছে আগুন। বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী।

Tangra Fire Live : ২ ঘণ্টা পার, ট্যাংরায় এখনও জ্বলছে আগুন

আগুন ছড়াল পাশের গুদাম ঘরেও। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ২ ঘণ্টা পার, এখনও জ্বলছে আগুন।

Fire in Tangra Live : দেড়মাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড

দেড়মাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড। ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গ্যারাজ।

প্রেক্ষাপট

কলকাতা : একমাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড (Tangra Fire)। ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা (Sealdah) থেকেও দেখা যাচ্ছে আগুন।


আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে, দমকল ও পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে থাকলেও, পরে আরও দুটি ইঞ্জিন বাড়ানো হতে পারে বলে জানা গেছে। 


গত মাসেই ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলের বেশ কয়েকজন কর্মী আহতও হন। 


ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদামে আগুন লাগে । বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায় গুদাম। গুদামের দেওয়ালে ফাটল ধরে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণ আগুনে জ্বলতে থাকে গুদাম। 
এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ ওঠে। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। আগুনের এতটাই তাপ ছিল যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চালাতে হয়।


অনেকেই প্রশ্ন তোলেন, ঘিঞ্জি এলাকায় কীভাবে দিনের পর দিন চলছিল গুদাম? কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? ঘটনার পর ফাঁকা করে দেওয়া হয় অ্যাপ্রোচ রোড । 


ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি তৈরি রাজ্য সরকারের। কমিটিতে থাকবে পুরসভা, পুলিশ ও দমকল। কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পরও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.