Tangra Fire Live : ট্যাংরায় দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে

Fire in Tangra Latest News: আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Apr 2022 07:13 PM

প্রেক্ষাপট

কলকাতা : একমাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড (Tangra Fire)। ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা (Sealdah) থেকেও দেখা যাচ্ছে আগুন।আশপাশে জনবসতি, নির্মীয়মাণ...More

Tangra Fire Live : গত মাসে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায়

গত মাসে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদামে আগুন লাগে । বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায় গুদাম। গুদামের দেওয়ালে ফাটল ধরে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণ আগুনে জ্বলতে থাকে গুদাম।


এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ ওঠে। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।